ভুলে যান ইলেকট্রিক বিল, গরমে বাড়িতে আনুন Solar AC, বাঁচবে হাজার হাজার টাকা

Published on:

Solar AC

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি প্রচন্ড গরমে হাঁসফাঁস করছেন? এসি চালাতে ইচ্ছা করছে, কিন্তু বিদ্যুতের বিলের কথা মাথায় হাসলেই বুক ধড়াস ধড়াস করছে? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ সোলার এয়ার কন্ডিশনার (Solar AC) এই গরমের দিনে সেরা বিকল্প হিসেবে বাজারে এসেছে, যা বিদ্যুৎ খরচ প্রায় ৯০% কমিয়ে দিচ্ছে। সঙ্গে মিলবে একেবারে বরফের মত অনুভূতি। কিন্তু কী কী থাকছে এই প্রযুক্তিতে? আর কীভাবেই বা বাড়িতে নিয়ে আসবেন? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সোলার এসি কীভাবে কাজ করবে?

সোলার এসি মূলত সৌর প্যানেল থেকে প্রাপ্ত শক্তিকে কাজে লাগিয়েই ঘরকে শীতল রাখে। এটি সরাসরি বিদ্যুৎ বা ইনভার্টার ছাড়াই চলতে পারে। এটি একবার ইন্সটল করে ফেললেই আপনি প্রতিমাসে হাজার হাজার টাকা বিদ্যুতের বিল সাশ্রয় করতে পারবেন। সব থেকে বড় ব্যাপার, সোলার প্যানেল ছাদে অল্প কিছু জায়গা থাকলেই বসানো যায়। ফলে বাড়তি জায়গার দরকার পড়বে না।

বিদ্যুতের বিল কমবে ৯০%

আমরা সকলেই জানি যে, এসি চালালে বিদ্যুতের বিল আকাশছোঁয়া হয়। বিশেষ করে গরমকালে। তবে সোলার এসি এই সময় একমাত্র সমাধান। এটি শুধুমাত্র বিদ্যুতের সাশ্রয়ই করবে না, বরং এটি পরিবেশবান্ধবও বটে। সোলার প্যানেল সাধারণত দূষণমুক্ত শক্তি উৎপাদন করে। তাই আপনি পরিবেশ বাঁচাতেও ভূমিকা রাখতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সোলার এসিতে স্মার্ট ফিচার

বর্তমান বাজারে সোলার এসি বিশাল জনপ্রিয়তা লাভ করেছে। এটিতে এমন কিছু দারুণ ফিচার হয়েছে, যেগুলি কম বাজেটে সেরা সুবিধা প্রদান করছে। প্রথমত এই এসিটিতে থাকছে স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করার সুবিধা। দ্বিতীয়ত, এসিটিতে AI ফিচার যুক্ত স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণের ফিচার দেওয়া থাকছে। তৃতীয়ত, বিশুদ্ধ বাতাস সরবরাহ করার মাল্টিলেয়ার ফিল্টার যুক্ত রয়েছে এসিটিতে। 

এই এসিটির দাম সম্পর্কে যদি কথা বলি, তাহলে ১ টন এসির দাম পড়বে ৩৫,৭১৮/- টাকা এবং ২ টন এসির দাম পড়বে ৪১,৮১২/- টাকা।

কিছু সীমাবদ্ধতাও রয়েছে!

দেখুন, প্রযুক্তি সবকিছুতেই যে সুবিধা দেবে, এমনটা কিন্তু নয়। কিছু কিছু সীমাবদ্ধতাও থাকে। প্রথমত, সোলার প্যানেল ইনস্টলেশন করতে একটু খরচ বেশি হয়। দ্বিতীয়ত, মেঘলা আবহাওয়া ও বৃষ্টির দিনে এর কার্যক্ষমতা কিছুটা কমে যেতে পারে। তৃতীয়ত, এখনো অনেক কোম্পানি এই প্রযুক্তিতে কাজ করছে না। তাই অপশন খুবই সীমিত। তবে হ্যাঁ, একবার ইন্সটল করার পর দীর্ঘমেয়াদে সেই খরচ অনায়াসেই উঠে আসে। ফলে আপনি বছরের পর বছর স্বস্তিতে থাকতে পারবেন।

আরও পড়ুনঃ পেট্রোল, ডিজেলে ২ টাকা করে উৎপাদন শুল্ক বৃদ্ধি! কত টাকা বাড়বে দাম?

তাই এখনই গরমের দিনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য ভরসা রাখুন সোলার এসির উপর। এতে পরিবেশও বাঁচবে এবং আপনার পকেটও বাঁচবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group