বিয়ের জন্য ছুটি না পেয়ে Whatsapp ভিডিও কলেই শুভ পরিণয় সারল বর-কনে

Published on:

marriage in whatsapp video call

বৈশাখ মণ্ডল, কলকাতাঃ বিয়ে (Marriage) নিয়েই প্রতিটা মানুষের অনেক স্বপ্ন থাকে। অনেক পরিকল্পনা থাকে। প্রতিটা মানুষ চায় তার বিয়েতে সবকিছু পরিকল্পনা মতো হোক। কিন্তু যদি কাজের চাপে ছুটি না পায় পাত্র তবে কীভাবে হবে সব পরিকল্পনা মতো? ০৮ নভেম্বর সংবাদমাধ্যম এনডি টিভির একটি প্রতিবেদনে এমন এক ঘটনা প্রকাশ পেয়েছে, যা দেখে সবাই রীতিমত অবাক।

প্রতিবেদনে বলা হয়েছে, পাত্র কর্মসূত্রে বিদেশে থাকেন। পাত্র একাধিকবার তার বসের কাছে বিয়ের জন্য ছুটির আবেদন করেছিলেন। কিন্তু বস তাকে ছুটি দিতে চাননি। ফলে কোনো উপায় না পেয়ে পাত্র ভিডিও কলের মাধ্যমে তার বিয়ে সম্পন্ন করেন। পাত্রের নাম আদনান মুহাম্মদ। পাত্র ছত্তিসগড়ে বিলাসপুরের বাসিন্দা। তার কর্মস্থল তুরস্ক।

Whatsapp ভিডিও কলে বিয়ে | Marriage in whatsapp video call |

পাত্রের পরিবারের সূত্রে জানা গিয়েছে‌‌, আদনান বারবার বসের কাছে বিয়ের জন্য ছুটির আবেদন করেছিলেন কিন্তু বস তার ছুটি বারবার বরখাস্ত করেছেন। তাই কোনো উপায় না পেয়ে তিনি ভিডিও কলের মাধ্যমে তার শুভ বিবাহ সম্পন্ন করেন। এই ভিডিও কলের বিবাহতে পাত্রপক্ষ ও পাত্রীপক্ষের সমান সম্মতি ছিল।

marriage

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

এনডি টিভি জানিয়েছে, বিবাহের সমস্ত কাজ সম্পন্ন করতে পাত্রপক্ষের আত্মীয়রা বিলাসপুর থেকে মান্দি নামক স্থানে যান। এবং সোমবার ০৪ নভেম্বর তারা ভার্চুয়াল মাধ্যমে শুভ বিবাহ সম্পন্ন করেন। পাত্রীপক্ষের দিক থেকে পাত্রীর চাচা জানান, প্রযুক্তির বদৌলতে বিবাহের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥