সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে চেরি ব্লসম (Cherry blossom In North Bengal) দেখতে ইচ্ছুক? এছাড়াও জাপান, কাশ্মীরের মতো সুন্দর কিছু ল্যান্ডস্কেপ দেখতে আগ্রহী? তাহলে আজ আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আপনি আগে কেন যাননি সেটা ভাবতে বাধ্য হবেন বৈকি। উত্তরবঙ্গে এমন এক জায়গা লুকিয়ে আছে যেখানে আপনি এই নভেম্বর মাসে গেলে জাপানের বিখ্যাত গোলাপি ফুলে ভরা গাছ বা চেরি ব্লসম দেখতে পাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। নিশ্চয়ই ভাবছেন সেই জায়গা কোনটি? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
এবার উত্তরবঙ্গেও দেখতে পাবেন চেরি ব্লসম
শিলিগুড়ি থেকে মাত্র আড়াই ঘন্টা দূরে কালিম্পঙ-এর বুকে রয়েছে শেরপা গাঁও। পাহাড়প্রেমীদের কাছে এই জায়গার প্রতি এক আলাদাই ভালোবাসা রয়েছে। এখানে এসে আপনি আগে ভালোভাবে ঘুরে নিতে পারেন। এরপর সাইটসিইং-এর জন্যেও বেরোতে পারেন। এখান থেকে আপনি নিজের গাড়ি করে বা অন্য গাড়ি ভাড়া করে সামাবিয়াং টি গার্ডেনে। এখানেই আপনি গোলাপি ফুলে ভরা গাছ দেখতে পারবেন।
অবশ্যই এর জন্য আপনাকে নভেম্বর মাসে উত্তরবঙ্গে পাড়ি জমাতে পারবেন। এছাড়াও শিলিগুড়ি শহরের কাছে চেরি ব্লসমের অভিজ্ঞতা নিতে হলে আপনি যেতে পারেন স্মৃতিবন পার্কে। শিলিগুড়ি শহর থেকে মাত্র ১৭ কিমি। চেরি ব্লসম দেখতে টেমি, শিলং যাওয়ার দরকার নেই তিনধরাই ক্রস করার ঠিক পরে আপনি রাস্তার ডানদিকে পার্কটি খুঁজে পেতে পারেন এবং পাহাড়ের ঢালে ও পার্কে চেরি ব্লসম দৃশ্য উপভোগ করতে পারেন।
ভারতের এই জায়গাগুলিতেও পেতে পারেন চেরি ব্লসম
এছাড়াও ভারতের বেশ কয়েকটি জায়গায় চেরি ব্লসম দেখা যায়। উল্লেখযোগ্য গন্তব্যগুলির মধ্যে রয়েছে শিলং, সিকিম জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ যেখানে বসন্তের সময় এই চেরি ব্লসম ফুল ফোটে।