দার্জিলিংয়ে টয় ট্রেনে চেপে কৈলাসে ফিরলেন মা

Published:

darjeeling toy train durga visarjan
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ মা দুর্গার বিদায়বেলায় এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকলেন দার্জিলিং-এর মানুষ। না ট্রাক না ছোট হাতি, টয় ট্রেনে করে কৈলাসে ফিরলেন মা দুর্গা (Darjeeling Durga Visarjan)। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। আর এহেন দৃশ্য দেখে একদিকে যখন কিছু মানুষের চোখে জল ছিল ঠিক তেমনই অনেকের মুখে ছিল এক চিলতে হাসি।

টয় ট্রেনে করে কৈলাসে ফিরলেন মা দুর্গা

গত ২রা অক্টোবর দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদযাপন শেষ হওয়ার সাথে সাথে, পশ্চিমবঙ্গ জুড়ে ভক্তরা উৎসবের সমাপ্তি উপলক্ষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে আবেগঘন বিদায় জানান। তবে এবছর স্বাভাবিক শোভাযাত্রা এবং আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দার্জিলিং সত্যিই এক অনন্য দৃশ্যের সাক্ষী হল। দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের জন্য আইকনিক টয় ট্রেনে করে নিয়ে যাওয়া হয়েছিল। ইতিমধ্যেই সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হয়েছে।

এই দৃশ্য দেখলে আপনারও মন আবেগে ভরে উঠবে। এদিনের এই বিরল অনুষ্ঠানটি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সুন্দর মিশ্রণ ঘটিয়েছে। এমনিতে টয় ট্রেন দার্জিলিংয়ের চিরন্তন আকর্ষণের প্রতীক। এদিন স্থানীয় এবং পর্যটকরা ট্র্যাক ধরে জড়ো হয়েছিলেন, সেই মুহূর্তটি উপভোগ করার জন্য। ভাইরাল হওয়া ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে, দার্জিলিং স্টেশন থেকে শুরু করে বাতাসিয়া লুপ অবধি চলমান টয় ট্রেনে মা দুর্গাকে ঘোরানো হচ্ছে। সেই ট্রেনে রয়েছেন বহু সাধারণ মানুষও। কেউ ছবি তুলছেন তো কেউ ভিডিও করছেন, সেইসঙ্গে চলছে দেদার নাচ। এদিকে এহেন দৃশ্য দেখতে দিকে দিকে মানুষ জড়ো হয়েছিলেন বাতাসিয়া লুপে। সকলে সেই সুন্দর এবং একদম অনন্য মুহূর্ত উপভোগ করছিলেন।

ভাইরাল ভিডিও

ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, টয় ট্রেনে বিসর্জনের জন্য নিয়ে যাওয়ার আগে প্ল্যাটফর্মে স্থাপন করা মূর্তিটির চারপাশে জড়ো হওয়া ভক্তরা প্রার্থনা করছেন। বেশ কয়েকজনকে মূর্তিটিকে ঘিরে ভক্তিভরে মাথা নত করতে দেখা যাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, টয় ট্রেনটি ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সজ্জিত, দার্জিলিং স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join