সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যত দিন গড়াচ্ছে, তত বিদ্যুতের বিলের (Electricity Bill) খরচ বাড়ছে। এসি, ফ্রিজ থেকে শুরু করে ওভেন, ওয়াশিং মেশিন, সবকিছুতেই বিদ্যুৎ বেশি লাগে। আর মাসের শেষে বিলের অঙ্ক দেখেই মধ্যবিত্তদের মাথায় হাত পড়ে। কিন্তু আপনি কি জানেন? কয়েকটি ছোট ছোট ট্রিক্স খাটালেই বিদ্যুতের বিল হয়ে যায় অর্ধেক। তাই যদি আপনিও বিদ্যুতের বিলের বোঝা কমাতে চান তাহলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
এসি চালানোর সময় নিয়ন্ত্রণে রাখুন
অনেকেই হয়তো ভাবেন, কম তাপমাত্রায় এসি চালালে বেশি ঠান্ডা পাওয়া যায়। কিন্তু অনেকে এই বিষয়ে অবগত না যে, যত তাপমাত্রা কমানো হবে তত বিদ্যুতের বিল বেশি খরচ হয়। তাই এসি মোটামুটি ২৫ থেকে ২৬ ডিগ্রীতে রাখার চেষ্টা করুন। এতে ঘর থাকবে ঠান্ডা এবং আরামদায়ক, আবার বিলও কম আসবে।
এসির ঘরে ফ্রিজ বা ওটিজি রাখবেন না
এক ঘরে অনেকগুলি হাই পাওয়ার যন্ত্র লাগালে সেখানে তাপমাত্রা বেড়ে যায়। তাই এসিকে অতিরিক্ত খরচ করতে হয় এবং বিদ্যুতের বোঝা বাড়ে। তাই এসি যে ঘরে লাগানো রয়েছে, সেই ঘরে এই ধরনের যন্ত্রপাতি না থাকাই ভালো।
একসঙ্গে জামাকাপড় ওয়াশিং মেশিনে দিন
রোজ রোজ অল্প অল্প করে জামাকাপড় না কেঁচে একসঙ্গে অনেক জামাকাপড় ওয়াশিং মেশিনে ধুয়ে নিন। এতে বিদ্যুতের বিল অনেকটাই সাশ্রয় হবে। বিশেষ করে সপ্তাহে দুদিন একসঙ্গে অনেক কাপড়চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে কেঁচে নিতে পারেন। এতে মেশিনও কম চলবে এবং বিদ্যুতের বিলও কম আসবে।
এলইডি ব্যবহার করুন
পুরনো দিনের হলুদ আলো বা ফিলামেন্টের বাল্ব প্রচুর পরিমাণে বিদ্যুৎ খায়। তার বদলে এলইডি বাল্ব ব্যবহার করুন। এতে বিদ্যুতের বিল অনেকটাই কম আসে। শুধু তাই নয়, এতে আলোর জোরও বেশি।
টিভি বন্ধ রাখুন
অনেকে হয়তো ভাবে, রিমোট দিয়ে টিভি বন্ধ করা মানে টিভি অফ। আসলে তা না! তখনো টিভি থাকে স্ট্যান্ডবাই মোডে। আর এতে বিদ্যুতের খরচ হয়। তাই প্রতি বার ব্যবহারের শেষের টিভির মূল সুইচ অফ করে রাখুন।
চার্জার প্লাগে রাখবেন না
ফোন চার্জ শেষ হয়ে গেলে চার্জার অনেকেই প্লাগে লাগিয়ে রেখে দেন। আর এটি নিঃশব্দে বিদ্যুৎ খরচ করে যার। ফোন চার্জে না থাকলেও ইলেকট্রিসিটি খরচ করে। তাই চার্জ দেওয়া হয়ে গেলে অবশ্যই বোর্ডের সুইচ অফ করে দিন।
ফ্রিজে গরম খাবার রাখবেন না
গরম খাবার রান্না করার সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকাবেন না। কারণ সেটিকে ঠাণ্ডা করতে অনেক বেশি শক্তি ক্ষয় করতে হয় ফ্রিজকে এবং বিদ্যুতের বিলও বাড়ে। তাই খাবার একটু ঠান্ডা করে ফ্রিজে ঢুকান এবং সবথেকে বড় ব্যাপার, ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা রাখবেন না।
আরও পড়ুনঃ বিপুল বৃষ্টি ঘাটতি দক্ষিণবঙ্গে, কালবৈশাখী কবে? পূর্বাভাস আবহাওয়া দফতরের
এই ছোটখাটো টিপসগুলি মেনে চললেই বিদ্যুতের বিল হবে অর্ধেক। বিল কমার সঙ্গে সঙ্গে টাকাও সাশ্রয় হবে। ফলে আপনি নিজেও হতে পারবেন একজন স্মার্ট কনজিউমার। তাই এই চাঁদিফাটা গরমের শুরুতেই টিপসগুলি কাজে লাগান।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |