প্রপোজ ডে-তে এভাবে জানান শুভেচ্ছা, খুশি হবেই হবে আপনার প্রিয়জন

Published on:

propose day wishes

শ্বেতা মিত্র, কলকাতা: শুরু হয়ে গিয়েছে ভ্যালেনটাইন্স সপ্তাহ (Valentine’s Week)। এমনিতে বলা হয় যে প্রেমের নাকি কোনো বিশেষ দিন হয় না। তবে এই ফেব্রুয়ারি মাসটা এলেই প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে যারা কাপল তাঁদের মধ্যে এক আলাদাই ভালো লাগা কাজ করে। রোজ ডে, কিস ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, ভ্যালেনটাইন্স ডে থাকে এক উইকে। সবাই সবার প্রিয়জনকে এই বিশেষ সপ্তাহে কিছু না কিছু উপহার দেয়। যাইহোক, আজ কথা হবে প্রপোজ ডে নিয়ে যা কিনা রয়েছে ৮ ফেব্রুয়ারি।

আমাদের সাথে যুক্ত হন Join Now

প্রপোজ ডে ২০২৫ | Propose Day 2025 |

ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিনে দম্পতিরা প্রপোজ ডে উদযাপন করে। যাঁরা রোজ ডে-তে সঙ্গীর প্রতি ভালবাসা প্রকাশ করতে পারেননি, এই দিনটি হৃদয় থেকে কথা বলার আরও একটি সুযোগ দেয়। আপনি যদি এই প্রপোজ ডে -তে আপনার ভালবাসা প্রকাশের জন্য কিছু কথার খোঁজ করে থাকেন বা কীভাবে উইশ করবেন সেটা ভেবে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য।

প্রপোজ ডে বাংলা শুভেচ্ছা | Propose Day Wishes In Bangla|

১) হ্যাপি প্রপোজ ডে, আমার ভালবাসা।

Whatsapp Broadcast Join Now

২) তুমিই আমার সকালের সূর্যের আলো। আমার রাতের উষ্ণতা, আমার হৃদয়ের স্পন্দন। তোমাকে ছাড়া জীবন কল্পনাও করা যায় না। হ্যাপি প্রপোজ ডে।

Whatsapp Group Join Now

৩) তুমি আমার জীবনসঙ্গী, তোমার সঙ্গেই বাকি জীবন কাটাতে চাই। তোমায় ভালবাসতে চাই। হ্যাপি প্রপোজ ডে।

৪) এভাবেই তোমাকে ভালবাসব সারাজীবন। আজ এই বিশেষ দিনে তোমাকে জানাই অনেক শুভেচ্ছা।

৫) তোমার সাথে একটা স্মৃতি, একটা হাসি তারপর চিরকাল ধরে রাখতে চাই। শুভ প্রপোজ ডে।

৬) আমি সারাজীবনের জন্য প্রতিজ্ঞা করছি, সারাজীবন কখনো তোমার হাত ছেড়ে যাব না। শুভ প্রপোজ ডে।

৭) আমি আমাদের বন্ধুত্বকে চিরকালের বন্ধনে আবদ্ধ করতে চাই। শুভ প্রপোজ ডে।

৮) আমি তোমাকে সবসময় ভালোবাসবো। শুভ প্রপোজ ডে।

৯)  আমি শুধু তোমাকে চাই কারণ তুমিই আমার পৃথিবী। শুভ প্রপোজ ডে।

১০) আমি তোমার সঙ্গে তোমার জগতে চিরকালের জন্য থেকে যেতে চাই। হ্যাপি প্রপোজ ডে।

১১)আমার সাফল্য ও হাসির জন্য শুধু তুমি দায়ী। আমি সবসময় তোমার পাশে থাকব। হ্যাপি প্রপোজ ডে।

১২) তোমার পাশে সারাজীবন এভাবেই থাকব এবং এভাবেই তোমার মুখে হাসি ফোটাতে থাকব, আজ এই প্রমিসই করছি।

১৩) হ্যাপি প্রপোজ ডে প্রিয়তম/প্রিয়তমা।

১৪) তোমার সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি জানতাম না ভালোবাসা কী। শুভ প্রপোজ ডে, প্রিয়তমা!

১৫)  তুমি রাতের পেঁচা; আমি ভোরের পাখি। আকাশে ডেট করলে কেমন হয়? শুভ প্রপোজ ডে।

১৬) ঠিক শেষ কেকের টুকরোর মতো, তুমি আমার হৃদয় চুরি করেছ। শুভ প্রপোজ ডে।

১৭) তুমি আমার প্রার্থনার উত্তর, আমার পূর্ণ ইচ্ছা এবং আমার বাস্তব স্বপ্ন। শুভ প্রপোজ ডে, আমার ভালোবাসা।

১৮) প্রতিটি হৃদস্পন্দনের সাথে, আমি নিজেকে তোমার আরও কাছে খুঁজে পাই। চলো এই প্রপোজ ডে কে আমাদের চিরকালের সূচনা করি।

১৯) ভালোবাসা হলো সর্বকালের সেরা জিনিস এবং তোমার ভালোবাসা পাওয়াটা একটা আশীর্বাদ। শুভ প্রপোজ ডে।

২০) তুমি আমার জীবনে প্রিন্স চার্মিংয়ের মতো এসেছিলে এবং এটাকে রূপকথার গল্পে পরিণত করেছ। প্রপোজ ডে-তে তোমাকে অনেক শুভেচ্ছা।

সঙ্গে থাকুন ➥
X