মাসে একবার কম্বল কাচে রেল! RTI-এ ভয়ঙ্কর তথ্য

Published on:

indian railways blanket

শ্বেতা মিত্র, কলকাতাঃ ট্রেনে যাত্রা করেননি এমন মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। প্রতিদিন দেশজুড়ে হাজার হাজার ট্রেন ছুটে চলেছে। আর সেই ট্রেনে করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। লোকাল ট্রেন ছাড়া বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের নানা রকম ক্লাস থাকে। যেমন স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি। যে কামরাগুলিতে এসি থাকে সেখানে যাত্রীদের জন্য রেলের তরফে বালিশ, কম্বল দেওয়া হয়। কিন্তু সম্প্রতি এই বিষয়টি নিয়েই বিস্ফোরক তথ্য দিয়েছে রেল যা শুনলে চমকে উঠবেন আপনিও।

কয়দিন অন্তর চাদর, কম্বল পরিষ্কার করে রেল?

আরটিআই যে তথ্য দিয়েছে সেটা অনুযায়ী, রেল যাত্রীদের ব্যবহারের জন্য চাদর, কম্বল দেয়। প্রতিবার সেটি ব্যবহারের পর ধুয়ে ফেলা হয়। কিন্তু রেলওয়ে আপনাকে যে কম্বল দেয় তা মাসে একবার বা দু’বার ধোয়া হয়। রেল অধিকারিকরা জানিয়েছেন যে তারা প্রতিটি ট্রিপের পরে বিছানার চাদর এবং বালিশের কভার ধুয়ে ফেলেন। যাতে এটি আবার পুনরায় ব্যবহার করা যায়। তবে তারা কম্বলগুলি শুধুমাত্র তখনই ধুয়ে ফেলে যখন সেগুলি থেকে দুর্গন্ধ বেরোয় বা কোনো দাগ থাকে। এদিকে রেলের এহেন রিপোর্ট প্রকাশ্যে আসার পর চমকে গিয়েছেন সকলেই। ট্রেনে যাত্রা করার সময়ে যাত্রীরা আদৌ সুরক্ষিত তো? সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রশ্নের মুখে যাত্রী স্বাছন্দতা

দাবি শুনে চোখ কপালে উঠেছে রেল যাত্রীদের। একই কম্বল যদি বারবার ব্যবহৃত হতে থাকে তাহলে সেটি কতটা অস্বাস্থ্যকর তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। না ধোয়া অবস্থায় যদি একটি ব্যবহার করা কম্বল অন্য একজন যাত্রী ব্যবহার করেন সেটা স্বাস্থ্যর পক্ষে মোটেই ভালো নয়। কারণ কার শরীরে কেমন কী জীবাণু রয়েছে সেটা কি বলতে পারেনা। না ধোয়া কম্বল যদি এক যাত্রী ছাড়া অন্য কোন যাত্রী ব্যবহার করেন সেটা থেকে আরো নানারকম র‍্যাশ কিংবা অ্যালার্জি অবধি হতে পারে বলে দাবি করছেন স্বাস্থ্য বিষয়ক করা। যদিও রেলের যুক্তি, যদি প্রতিটি ট্রিপের পর কম্বল বা চাদর ধোয়া হয় তাহলে সেটা অনেক খরচের ব্যাপার হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥