একসময়ে চলত শিয়ালদা থেকে হাওড়া লোকাল ট্রেন, কালের অতলে হারিয়ে গেল সেই রুট

Published on:

sealdah howrah local train

শ্বেতা মিত্র, কলকাতাঃ আজকের এই প্রতিবেদনে ভারতীয় রেলের ইতিহাসের এমন একটি রুট নিয়ে আলোচনা করা হবে আগে যে চলত সেটাই আপনি বিশ্বাস করতে পারবেন না। আজ কথা হবে শিয়ালদা-হাওড়া লোকাল ট্রেন নিয়ে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এক সময়ে ভারতীয় রেলের এই দুটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনের মধ্যে ট্রেনে চলাচল করত।

শিয়ালদা-হাওড়া লোকাল ট্রেন | Sealdah Howrah Local Train |

শিয়ালদা ও হাওড়া স্টেশনের মধ্যে যে লোকাল ট্রেন চলত সেটা এখন অনেকে বিশ্বাসই করতে চান না। এই দুই স্টেশনের মধ্যে যে এক সময়ে যে ট্রেন চলত সে বিষয়ে বাপ, ঠাকুরদার কাছ থেকে নিশ্চয়ই শুনে থাকবেন। কিন্তু এটা সত্যি। তবে এখন আর এই দুই স্টেশনের মধ্যে সরাসরি কোনো লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন নেই।

কেমন রুট ছিল শিয়ালদা-হাওড়া লোকালের?

এখন আপনার মনেও প্রশ্ন জাগছে যে শিয়ালদা ও হাওড়া লোকাল-এর মধ্যেকার রুট কেমন ছিল? কোন কোন স্টেশনে এই ট্রেন দাঁড়াত? তাহলে তো বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা, বিধাননগর, দমদম, বরানগর, দক্ষিনেশ্বর, বালিঘাট, বালি হল্ট, রাজচন্দ্রপুর, বেলানগর, বালি, বেলুড়, লিলুয়া ও হাওড়া।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥