যাওয়ার নেই রাস্তা, ট্রেন চলে খুব কম! হাওড়াতে রয়েছে এক ভূতুড়ে রেল স্টেশন, রাতে যায়না কেউ

Published on:

dakshinbari railway station

শ্বেতা মিত্র, কলকাতাঃ হাওড়ায় (Howrah) তো বাস করেন, কিন্তু আপনি কি জানেন যে হাওড়ার বুকেই রয়েছে এমন একটি রেলস্টেশন যার কপালে জুটেছে ভূতুড়ে স্টেশনের তকমা? হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে ভারতে এমন বেশ কিছু রেল স্টেশন রয়েছে যেগুলির কপালে জুটেছে ভূতুড়ে স্টেশনের তকমা। সবথেকে বড় কথা, বাংলাতেও এমন বেশ কিছু রেলওয়ে স্টেশন রয়েছে যেখানে নাকি ভূতের বাস রয়েছে বলে মনে করেন অনেকে। যার মধ্যে অন্যতম হলো পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে হাওড়া জেলার বুকে এমন একটি রেলস্টেশন সম্পর্কে আলোচনা করা হবে যেখানে গেলে আপনারও হয়তো বুক কেঁপে যাবে। ভাববেন যে বাংলার বুকে এমন রেলস্টেশনও রয়েছে?

হাওড়ায় ভূতুড়ে রেল স্টেশন?

WhatsApp Community Join Now

এখন আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে হাওড়ার বুকে কোন এমন রেল স্টেশন রয়েছে যেটি কিনা আবার ভূতুড়ে? আজ কথা হচ্ছে হাওড়া জেলায় থাকা দক্ষিণবাড়ি রেল স্টেশন নিয়ে। এই স্টেশনে এলে আপনারও গা ছমছম করবেই। রাতের বেলা তো ছেড়েই দেওয়া যাক, দিনের বেলা গেলেও আপনার মধ্যে হয়তো একটা চাপা অস্বস্তি কাজ করতে পারে। এই রেল স্টেশনে নাকি পৌঁছানোর জন্য আবার সরাসরি কোনো রাস্তাও নেই।

এখানকার স্থানীয় বাসিন্দারা রেল লাইনের উপর দিয়ে রোজ যাতায়াত করেন। রীতিমতো প্রাণ হাতে নিয়েই প্রতিদিন সকলেই যাতায়াত করেন। হাওড়া জেলা থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে অবস্থিত এই রেল স্টেশনে গেলে আপনিও হয়তো চমকে যেতে পারেন।

দক্ষিণবাড়ি রেল স্টেশন

বাংলা ভূতুড়ে রেলস্টেশন বলতে মানুষ বোঝেন বেগুনকোদর। কিন্তু একবার হাওড়া জেলার উপকণ্ঠে অবস্থিত এই দক্ষিণ বাড়ি রেলস্টেশনে গেলে আপনার ও গা ছমছমে অভিজ্ঞতা হলেও হতে পারে। এই রেলস্টেশনটি হাওড়া আমতা লাইনে অবস্থিত। হাওড়া আমতা লোকাল ট্রেনে করে এলে অনায়াসেই আপনি এই  স্টেশনে পৌঁছে যেতে পারেন। এখানে রয়েছে একটা মাত্র রেল লাইন অর্থাৎ সিঙ্গেল লাইন। স্টেশনের চারিদিকে যাতায়াত করার জন্য ভালো কোনরকম রাস্তা নেই। রেললাইনের একদিকে রয়েছে জঙ্গল, তো অপরদিকে রয়েছে চাষের জমি।

ট্রেনের টিকিট কাটতে হলে আপনাকে টিকিট কাউন্টারে যেতে হবে, কিন্তু এই টিকিট কাউন্টারের রাস্তাটাও বেশ ভূতুড়ে রকমের! ভাঙা সিঁড়ি ভেঙে আপনাকে টিকিট কাউন্টারে যেতে হবে। টিকিট ঘরের অবস্থাও খুব একটা ভালো নয়। মানুষজন তো দূরের কথা, এই রেলস্টেশনের আশেপাশে একটা ঘরও অবধি নেই। প্রতি এক থেকে দেড় ঘন্টা অন্তর এই রেল স্টেশনে উপর দিয়ে ট্রেন চলাচল করে। রেল স্টেশনের পরিবেশ কিন্তু খুবই শান্ত, নিরিবিলি। ফলে আপনিও যদি কম খরচের মধ্যে কোনও শান্ত ও নিরিবিলি জায়গায় ঘুরতে যেতে পছন্দ করে থাকেন তাহলে এই জায়গায় একদিনের জন্য হলেও ঘুরে আসতে পারেন।

সঙ্গে থাকুন ➥
X