ভারতের সবথেকে ধীরগতির ট্রেন ছাড়ে হাওড়া থেকে! দাঁড়ায় ১১১ স্টেশনে, সময় নেয় ৩৭ ঘণ্টা

Published on:

howrah amritsar mail

শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমানে দেশজুড়ে বন্দে ভারত এক্সপ্রেসের মতো সবথেকে দ্রুত এবং প্রিমিয়াম ট্রেন ছুটে চলেছে। এমন কোনও রাজ্য হয়তো বাকি নেই যেখানে এই ট্রেনের অবাধ বিচরণ নেই। শুধু তাই নয় আগামী কয়েক বছরের মধ্যে দেশ প্রথমবারের মতো বুলেট ট্রেন অবধি পেতে চলেছে। তবে আজকের এই প্রতিবেদনটি একটু অন্যরকম হতে চলেছে। আজ এই প্রতিবেদনে কোন হাই স্পিডের ট্রেন নিয়ে নয় বরং সবথেকে ধীরগতিতে চলার ট্রেন নিয়ে আলোচনা করা হবে যে ট্রেনটি এক ধাক্কায় ১১১টি স্টপেজে থামে। শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

India’s Slowest Train Run From Howrah

বর্তমানে এমন কোনও জায়গা নেই যেখানে রেল ব্যবস্থা নেই। পাহাড় থেকে মরুভূমি, সমুদ্রের তীর থেকে জম্মু-কাশ্মীর, ট্রেনে করে রোজ যাতায়াত করছেন মানুষ। এগুলির মধ্যে কিছু স্বল্প দূরত্বের ট্রেন এবং কিছু দূরপাল্লার ট্রেন। কিছু ট্রেন নন স্টপ চলে এবং কিছু ট্রেন আছে যেগুলি প্রায় প্রতিটি স্টেশনেই থামে। আজকে আমরা আপনাদের যে ট্রেনের কথা বলতে চলেছি সেটি দেশের সর্বোচ্চ স্টপেজ বিশিষ্ট ট্রেন। এই ট্রেনটি ৩৭ ঘণ্টার যাত্রায় ১১১ টি স্টেশনে থামে। এই ট্রেনে একবার সওয়ার হলে কবে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন তার কোনও ঠিক থাকবে না।  তারওপর যদি ট্রেন একবার লেট হয় তাহলে তো কথাই নেই।

১১১টি স্টপেজে থামে এই ট্রেন

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে সেই ট্রেনটির নাম কী? তাহলে জানিয়ে রাখি, আজ কথা হচ্ছে হাওড়া-অমৃতসর মেল নিয়ে। হাওড়া-অমৃতসর মেল যাত্রার সময় ১০, ২০ বা ৩০ নয়, ১১১টি স্টেশনে থামিয়ে যাত্রা শেষ করে। এই ট্রেনটি ৩৭ ঘণ্টায় হাওড়া থেকে অমৃতসরের মধ্যে ১৯১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যাত্রাপথে এই ট্রেন ১১১টি স্টেশনে থামে। জানলে চমকে উঠবেন, যাত্রাপথে এই হাওড়া-অমৃতসর মেল পাঁচটি রাজ্যের মধ্য দিয়ে যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

হাওড়া-অমৃতসর মেল – Howrah – Amritsar Mail

 পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবের মতো প্রধান শহরগুলির মধ্য দিয়ে যাওয়া ট্রেনটি ১১১ টি রেল স্টেশনে থামে। ট্রেনটি আসানসোল, পাটনা, বারাণসী, লখনউ, বরেলি, আম্বালা, লুধিয়ানা এবং জলন্ধরের মতো বিখ্যাত স্টেশনগুলিতে বেশ কিছুক্ষণের জন্য থামে। তো আবার কিছু স্টেশনে ১-২ মিনিটের জন্য থামে।

হাওড়া থেকে কখন ছাড়ে ট্রেনটি

হাওড়া-অমৃতসর মেল ট্রেনের টাইম টেবিল এমনভাবে রাখা হয়েছে যাতে বেশি মানুষ যাতায়াত করতে পারেন। রেলের টাইমটেবিল অনুযায়ী, ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সন্ধ্যা ৭.১৫ মিনিটে ছেড়ে তৃতীয় দিন সকাল ৮.৪০ মিনিটে অমৃতসর পৌঁছায়। একইভাবে এই ট্রেনটি অমৃতসর থেকে সন্ধ্যা ৬.২৫ মিনিটে ছেড়ে তৃতীয় দিন সকাল ৭.৩০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছায়।

ট্রেনের ভাড়া কত

এবার আসা যাক ট্রেনটির ভাড়া সম্পর্কে।  সবচেয়ে বেশি থামে এই ট্রেনের ভাড়াও স্বাভাবিক। হাওড়া-অমৃতসর মেলের স্লিপার ক্লাসের ভাড়া ৬৯৫ টাকা, থার্ড এসি ১৮৭০ টাকা, সেকেন্ড এসি ২৭৫৫ টাকা এবং ফার্স্ট এসি ক্লাসের ভাড়া ৪৮৩৫ টাকা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group