বাপ বাপ বলে পালাবে পোকামাকড়! শুধু বর্ষার আগে ঘরে ছড়িয়ে দিন এই স্প্রে

Published on:

Insect Remedy

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্ষাকাল আসলে যেন বিপাকের শেষ নেই। একে তো জলকাদা, তার উপর পোকামাকড়ের উৎপাত (Insect Remedy)! বৃষ্টির জল জমে থাকা ডোবা বলুন বা খানা-খন্দ, মশা মাছি যেন নিত্যদিনের সদস্য হয়ে ওঠে। তবে এসবের থেকে মুক্তি পাবেন কীভাবে? বাজারের কেমিক্যাল ভর্তি স্প্রে করে? না, বরং ঘরোয়া কিছু টোটকাতেই দূর করতে পারবেন এই সমস্যা।

আজকের প্রতিবেদনে আমরা এমন চারটি প্রাকৃতিক স্প্রে তৈরির টিপস জানিয়ে দেবো, যা ব্যবহার করলে গোটা বর্ষাকাল নিশ্চিন্তে কাটাতে পারবেন। এমনকি পোকামাকড় বাপ বাপ বলে পালাবে। তো চলুন জেনে নেওয়া যাক সেই টোটকাগুলি সম্পর্কে।

পিপারমিন্ট স্প্রে

একটি স্প্রে বোতলে আধা লিটার জল নিন। এরপর তাতে দুই চামচ পিপারমিন্ট অয়েল মেশান। এবার ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ঘরের প্রতিটি কোনায় কোনায় স্প্রে করে দিন। পিপারমিন্টের গন্ধ সাধারণত পোকামাকরদের কাছে দুর্বিষহ হয়ে ওঠে। আর এই গন্ধে তারা ঘরের আশেপাশেই ঘেঁষবে না।

ল্যাভেন্ডার অয়েল স্প্রে

প্রথমে এক কাপ জল নিন। এবার তার সঙ্গে এক চামচ ল্যাভেন্ডার অয়েল মেশান। এরপর এই মিশ্রণ ঘরের জানালার ধারে, বাথরুম বা রান্নাঘরের আশেপাশে স্প্রে করে দিন। ল্যাভেন্ডার অয়েলের গন্ধও পোকামাকড়রা সহ্য করতে পারে না। এতে ঘরও থাকবে সুগন্ধ, আর পোকামাকড়ও বাপ বাপ বলে দৌড়বে।

রোজমেরি অয়েল স্প্রে

একটি স্প্রে বোতলে জল নিয়ে তাতে দুই চামচ রোজমেরি অয়েল মিশিয়ে নিন। ইচ্ছা হলে শুকনো রোজমেরির কুচিও মিশিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, দিনে দুই-তিনবার করে স্প্রে করতে হবে। আর রোজমেরির গন্ধ সাধারণত আরশোলা ও মশা মাছিরা একেবারে সহ্য করতে পারে না। ফলে ঘরের ত্রিসীমানায় আসতে পারবে না পোকামাকড়। 

আরও পড়ুনঃ টুঁটি চেপে ধরতেই ফোঁস করে উঠল বাংলাদেশ, পাল্টা সেনা পদক্ষেপের হুমকি ভারতকে

নিম তেল স্প্রে

একটি স্প্রে বোতলে অর্ধেক জল এবং অর্ধেক নিম তেল ভরে ভালো করে ঝাঁকান। এরপর রান্নাঘর, জানালার ফাঁকফোকর, বাথরুম, এমনকি বেডের নিচেও স্প্রে করে দিন। আর এতে পোকামাকড় একদিক থেকে দূর হবেই, বরং বর্ষায় স্যাঁতস্যাঁতে ভাব থেকেও অনেকটা মুক্তি পাবেন। 

এই ঘরোয়া স্প্রেগুলি ব্যবহার করলে বর্ষার শুরু থেকেই আপনি হাতেনাতে পরিবর্তন পাবেন। কারণ পোকামাকড়ের আনাগোনা একদিকে যেমন কমবে, তেমনই ঘর থাকবে সুগন্ধে ভরপুর। সবথেকে বড় ব্যাপার, বাজারের কেমিক্যাল ছাড়াই এই উপায়গুলি ব্যবহার করে ফল পাওয়া যাবে। তাই এখনই তৈরি করে ফেলুন ঘরোয়া টোটকা, আর ঘরকে করুন পোকামাকড়মুক্ত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥