সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি এই গ্রীষ্মে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে কম খরচে বিদেশ ভ্রমণের ইচ্ছা? তাহলে আপনার জন্য এক দুর্দান্ত প্যাকেজ আনল আইআরসিটিসি (IRCTC)। প্রতিবারের মতো, আইআরসিটিসি আবারও ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে। আইআরসিটিসি আকর্ষণীয় আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজের আওতায় আপনি খুব কম খরচে নেপাল ভ্রমণ করতে পারবেন। তাও আবার স্বপরিবারে।
দারুণ প্যাকেজ আনল IRCTC
জানা গিয়েছে, এই প্যাকেজের অধীনে, পর্যটকরা পশুপতিনাথ মন্দির, বৌধনাথ স্তূপা, দরবার স্কোয়ার, তিব্বত শরণার্থী কেন্দ্র, স্বয়ম্ভুনাথ স্তূপা, সুরংকোট, বিন্যাবাসিনী মন্দির, ডেভিলস ফল, গুপ্তেশ্বর মহাদেব গুহা পরিদর্শন করতে পারেন। নিশ্চয়ই ভাবছেন এই লোভনীয় অফারের সুযোগ কবে থেকে পাবেন, অর্থাৎ কবে থেকে যাত্রা শুরু হবে? তাহলে জানিয়ে রাখি, এই প্যাকেজের আওতায়, পর্যটকদের ৭ মে, ২০২৫ তারিখে মুম্বাই বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইটে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে। কাঠমান্ডু এবং পোখরা ভ্রমণ এই প্যাকেজের আওতায় থাকবে। এতে আপনি প্রধান পর্যটন স্থানগুলি ঘুরে দেখতে পারবেন।
এই প্যাকেজে কাঠমান্ডুতে তিন রাত থাকার ব্যবস্থা এবং পোখরায় দুই রাত ভ্রমণ অন্তর্ভুক্ত রয়েছে। প্রাতঃরাশ এবং রাতের খাবারের খরচ প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত, আপনাকে আলাদাভাবে এক পয়সাও খরচ করতে হবে না। সবথেকে বড় কথা, নেপালের একজন স্থানীয় ট্যুর গাইড ভ্রমণকারীদের সহায়তা করার জন্য সেখানে থাকবেন।
আরও পড়ুনঃ গরমের ছুটিতে ঘুরে আসুন এই ৪ জায়গা, ভুলে যাবেন কাশ্মীর
ভ্রমণের খরচ
এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, আর সেটা হল ভ্রমণের খরচ কত। আপনি যদি একা ভ্রমণ করতে চান তবে আপনাকে ৫৪,৯৩০ টাকা খরচ করতে হবে। দুজন বা তিনজনের জন্য প্রতি ব্যক্তির খরচ পড়বে ৪৬,৯০০ টাকা। অর্থাৎ যত বেশি লোক খরচ তত কম। আপনি IRCTC ওয়েবসাইটে গিয়ে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে এই প্যাকেজটি বুক করতে পারেন। প্যাকেজ সম্পর্কে আরও তথ্যের জন্য, আপনি 8287931886 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |