শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কলকাতার বাসিন্দা? ঘুরতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য রইল এক দুর্দান্ত সুখবর। এবার খুব কম খরচে আপনিও ঘুরে আসতে পারেন ভারতের ভুস্বর্গ হিসেবে খ্যাত কাশ্মীর থেকে। আর আপনার জন্য এক লোভনীয় অফার নিয়ে হাজির হয়েছে আইআরসিটিসি (IRCTC )। যারা ঘুরতে পছন্দ করেন তাঁদের কথা চিন্তা করে আইআরসিটিসি সময়ে সময়ে নানা রকম প্যাকেজ নিয়ে আসে। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার আইআরসিটিসির দৌলতে অনায়াসেই আপনি কলকাতা থেকে ঘুরে আসতে পারেন কাশ্মীর থেকে।
কাশ্মীর ভ্রমণের প্যাকেজ আনল IRCTC | IRCTC Kashmir Package |
এমনিতে যে হারে গরম পড়ছে তাতে করে সকলেই চাইছেন কয়েকদিনের জন্য পাহাড়ের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থেকে। সেক্ষেত্রে এবার আপনি কাশ্মীর ঘোরার স্বপ্নপূরণ করতে পারবেন অনায়াসেই। ভ্যাপসা গরমের কারণে, কাশ্মীরের তুষার কিছুটা গলতে শুরু করেছে, যার কারণে পরিবেশ ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে। এপ্রিলের শেষের দিকে এখানকার দৃশ্য খুব সুন্দর হয়ে ওঠে। তাই, মানুষ এই সময়ে এখানে বেড়াতে যেতে পছন্দ করে। এই কারণেই ভারতীয় রেলপথ মানুষের পছন্দের কথা মাথায় রেখে নতুন ট্যুর প্যাকেজ লাইভ করেছে। এই ট্যুর প্যাকেজে আপনি কী কী সুযোগ-সুবিধা পাবেন এবং এই ট্যুর প্যাকেজ কখন শুরু হবে সে সম্পর্কে জেনে নেবেন।
প্যাকেজের নাম কী?
প্যাকেজের নাম হল ‘Kashmir Delight ‘, প্যাকেজ কোড হল EHA028W। এই প্যাকেজে আপনি শ্রীনগর, সোনামার্গ, গুলমার্গ এবং পহেলগাম ভ্রমণের সুযোগ পাবেন। প্যাকেজটি কলকাতা থেকে শুরু হচ্ছে। এই প্যাকেজে আপনি ২৬শে এপ্রিল থেকে ভ্রমণের সুযোগ পাবেন। প্যাকেজটি ৫ রাত ৬ দিনের জন্য। প্যাকেজে আপনি বিমানে ভ্রমণের সুযোগ পাবেন। ভ্রমণের জন্য আপনি ক্যাব সুবিধা পাবেন। ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট বুক করার পদ্ধতিটি সহজ।
প্যাকেজ ফি
এবার আসা যাক প্যাকেজ ফি সম্পর্কে। যদি আপনি একা ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে এই প্যাকেজের জন্য আপনাকে ৬০,৭০০ টাকা দিতে হবে। প্যাকেজে বিমানে ভ্রমণের সুযোগ থাকবে, তাই ফি বেশি। ২ জন ভ্রমণ করলে প্রতি ব্যক্তির প্যাকেজ ফি ৫৪,৯৫০ টাকা। তিনজন ভ্রমণ করলে প্রতি ব্যক্তির প্যাকেজ ফি ৫৩,৩০০ টাকা। শিশুদের জন্য প্যাকেজ ফি ৪২,৯৬০ টাকা।। উক্ত প্যাকেজে আপনি এসি ক্যাবে ভ্রমণের সুবিধাও পাবেন।
আরও পড়ুনঃ দ্বিতীয় সেমির আগে আপুইয়া, মনবীরকে নিয়ে সুখবর মোহনবাগানে
কী কী সুবিধা পাবেন?
কলকাতা-দিল্লি-শ্রীনগর এবং উত্তরপ্রদেশ থেকে ইকোনমি ক্লাসের বিমান চলাচল করবে। হোটেলের জন্য, আপনি শ্রীনগরে ৩ দিন, পহেলগামে ১ দিন এবং ডিলাক্স হাউসবোটে ১ রাত কাটানোর সুযোগ পাবেন। ৫ দিনের জন্য রাতের খাবার এবং ব্রেকফাস্ট পাওয়া যাবে, তবে দুপুরের খাবারের জন্য আলাদাভাবে টাকা দিতে হবে। প্যাকেজ ফি-তে ভ্রমণের জন্য ক্যাবের সুবিধাও পাবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |