সামান্য খরচে ঘুরে আসুন নেপাল, সস্তার প্যাকেজ আনল IRCTC

Published on:

irctc nepal tour

সহেলি মিত্র, কলকাতা : গরমের ছুটির সদ্ব্যবহার করে আপনিও কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে বিদেশ ভ্রমণের ইচ্ছা রয়েছে কিন্তু বাজেট কম? তাহলে আপনার জন্য রইল একটি দুর্দান্ত সুখবর। এবার আপনিও নামমাত্র খরচে আইআরসিটিসি (IRCTC)-র সঙ্গে ঘুরে আসতে পারেন নেপালের মতন সুন্দর একটি জায়গায়, কাউকে না আবার বিমানে করে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

IRCTC-র সঙ্গে ঘুরে আসুন নেপাল

গোটা বিশ্বের মধ্যে নেপাল হলো অন্যতম সুন্দর একটা দেশ। যারা পাহাড় ভালোবাসেন তাদের কাছে এই জায়গায় কোনওরকম তুলনাই হয় না কারণ এখানেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। যাইহোক এই মাউন্ট এভারেস্ট ছাড়াও নেপালে এমন বহু সুন্দর জায়গা আছে যা দেখলে রীতিমতো স্বপ্নের মত মনে হবে। তবে আর চিন্তা নেই আপনিও আপনার বিদেশ ভ্রমণ তথা নেপালের মতো সুন্দর জায়গা ভ্রমণের সুযোগ পাবেন। আর এই সুযোগ আপনাকে করে দেবে আইআরসিটিসি তাও কিনা নামমাত্র খরচে। আইআরসিটিসি যে ট্যুর প্যাকেজটি এনেছে যেখানে থাকা, খাবার বা পানীয়ের কোনওরকম অসুবিধা হবে না। শুধু খাবার নয় ভ্রমণের ক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হবে না।

কবে থেকে শুরু হচ্ছে যাত্রা?

এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কবে থেকে এই যাত্রা শুরু হচ্ছে? জানা গিয়েছে, এটি আইআরসিটিসি-র একটি ফ্লাইট ট্যুর প্যাকেজ। এই প্যাকেজটি ২৬ মে, ২০২৫ তারিখে চণ্ডীগড় থেকে শুরু হচ্ছে। এতে, আপনাকে সরাসরি চণ্ডীগড় থেকে নেপালে বিমানের মাধ্যমে নিয়ে যাওয়া হবে। নেপালে আপনাকে পোখরা এবং কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ৫০০০ করে বিনিয়োগে ১৫ বছরে মিলবে ৪২ লাখ

এই ট্যুরের প্যাকেজ কোড হল NCO03। নেপাল ভ্রমণের জন্য বাসের ব্যবস্থাও করা হয়েছে। এই ট্যুর প্যাকেজের আওতায়, আপনার ভ্রমণ মোট ৫ রাত ৬ দিনের জন্য হবে।

খরচ কত হবে?

যদি ভাড়ার কথা বলি, আপনি যদি একা ভ্রমণ করতে চান তবে আপনাকে ৪০,৯৮৫ টাকা খরচ করতে হবে। দুজন ভ্রমণ করলে প্রতি ব্যক্তির ভাড়া ৩৯,৭৫৫ টাকা। যদি আপনি তিনজন ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে জনপ্রতি ভাড়া হিসেবে ৩৯,০১০ টাকা দিতে হবে। তাহলে আর দেরি করছেন কেন? আজই আইআরসিটিসির ওয়েব সাইটের মাধ্যমে প্যাকেজটি বুক করে নিন এবং ঘুরে আসুন সুন্দর নেপাল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group