নামমাত্র খরচ, সস্তায় পুরী ঘোরার সুবর্ণ সুযোগ দিচ্ছে রেল! প্যাকেজ জারি IRCTC-র

Published on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ আপনিও কী ভ্রমণ করতে ভালোবাসেন? এই গরমে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসতে চান? তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য। আসলে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ IRCTC-র তরফে এক দুর্দান্ত প্যাকেজ আনা হয়েছে। এই প্যাকেজের মধ্যে আপনার ভ্রমণ, থাকা, খাওয়া-দাওয়া, সাইটসিইং সবকিছু থাকবে। আপনাকে শুধুমাত্র শরীরে থাকতে হবে, ব্যস বাদবাকি আর চিন্তা করার কিছু নেই। আপনারও যদি পুরী যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে আইআরসিটিসি আপনার জন্য এনেছে এক দুর্দান্ত প্যাকেজ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

IRCTC-র সঙ্গে ঘুরুন পুরী

আসলে আইআরসিটিসির তরফে পুরী ও পুরীর আশেপাশের জায়গা সম্পর্কে একটি প্যাকেজ এনেছে। এই প্যাকেজের মাধ্যমে আপনি পুরী সহ নানা জায়গা ঘুরে আসতে পারবেন। সমুদ্রপ্রেমী অথচ জীবনে একবার পুরী যাননি সেটা তো হতেই পারে না। আবার অনেকেই আছেন যাননি, ফলে তাঁদের সেই ইচ্ছেপূরণ করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেড।

প্যাকেজের নাম কি?

এই ভ্রমণ প্যাকেজের নাম হল পুরী জগন্নাথ ধাম যাত্রা-নিশ্চিত টিকিট- বন্দে ভারত (EHR128)। এই প্যাকেজে আপনি জগন্নাথ ধামে ৪ দিন ৩ রাত থাকবেন। আমরা আপনাকে বলি যে এটি একটি ট্রেন ট্যুর প্যাকেজ, যেখানে আপনি বন্দে ভারত ভ্রমণ করবেন। আইআরসিটিসি-র এই প্যাকেজের মাধ্যমে আপনি চিলিকা, কোনারক এবং পুরী ঘুরে দেখতে পারবেন। প্রথম দিন, আপনাকে হাওড়া স্টেশনে যেতে হবে এবং সেখান থেকে বন্দে ভারত ট্রেনে সরাসরি পুরী পৌঁছাতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দ্বিতীয় দিন, ব্রেকফাস্টের পর, আপনি চিলিকা পরিদর্শন করবেন। তৃতীয় দিনে, কোনারক মন্দির পরিদর্শন করা হবে। শেষ দিনে, লিঙ্গরাজ দর্শনের জন্য নিয়ে যাওয়ার পর, আপনাকে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হবে এবং সেখান থেকে বন্দে ভারত করে আপনি হাওড়ায় ফিরে আসবেন।

আরও পড়ুনঃ নামমাত্র খরচ, সস্তায় পুরী ঘোরার সুবর্ণ সুযোগ দিচ্ছে রেল! প্যাকেজ জারি IRCTC-র 

কত টাকা খরচ হবে?

দুজনের জন্য বুকিং করেন তাহলে এই প্যাকেজটি বুক করতে আপনাকে ২২৯৯০ টাকা খরচ করতে হবে। তিনজনের জন্য বুকিং করতে হবে ১৯৬৯০ টাকা। যদি আপনি ৩এসিতে ভ্রমণ করতে চান তাহলে দুইজনের বুকিং করার জন্য আপনাকে ২৬৯৫০ টাকা দিতে হবে। যদি আপনি তিনজনের জন্য বুকিং করতে চান তাহলে আপনার পকেট থেকে ২১৪৫০ টাকা খরচ করতে হবে। এই প্যাকেজে থাকছে ৪ দিন ৩ রাতের ভ্রমণ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group