সামান্য খরচে ঘুরে আসুন শ্রীলঙ্কা, দারুণ প্যাকেজ আনল IRCTC, ভাড়া মাত্র…

Published:

IRCTC Sri Lanka Tour Package
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও বিদেশ ভ্রমণের প্ল্যান করছেন? কিন্তু বাজেট কম? তাহলে আপনার জন্য দুর্দান্ত প্যাকেজ নিয়ে এল আইআরসিটিসি (IRCTC)। আপনি শ্রীলঙ্কার সমুদ্র সৈকত, মন্দির এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান, তাহলে আপনার জন্য একটি ভালো সুযোগ রয়েছে। IRCTC শ্রীলঙ্কার ৭ দিনের ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে।

IRCTC-র সঙ্গে ঘুরে আসুন শ্রীলঙ্কা | IRCTC Sri Lanka Tour Package

এই ট্যুর প্যাকেজটি ১৬ জুন ২০২৫ থেকে ২২ জুন ২০২৫ পর্যন্ত। সাত দিনের ট্যুর প্যাকেজে বিমান, খাবার, হোটেল এবং সাইট সিইং-এর মতো জিনিস অন্তর্ভুক্ত। আইআরসিটিসি-র শ্রী রামায়ণ যাত্রা ট্যুর প্যাকেজটি সেইসব ভক্ত এবং পর্যটকদের জন্য সেরা যারা শ্রী রামের সাথে সম্পর্কিত স্থানগুলি দেখতে চান। ট্যুর প্যাকেজটি ১৬ জুন ভোর ৩:১০ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (UL ১৪২) ফ্লাইটে মুম্বাই থেকে শুরু হবে। ফিরতি পথে ফ্লাইট (UL ১৪৩) ২২ জুন বিকেল ৫:১৫ মিনিটে কলম্বো থেকে সেটি ভারতের উদ্দেশ্যে আসবে।

কোথায় কোথায় ঘুরবেন?

যাওয়া থেকে আসার বিস্তারিত তো হল, এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই ট্যুর প্যাকেজে কোন কোন জায়গা ঘুরবেন? আইটেনারি থেকে জানা গিয়েছে, এই ট্যুরে কলম্বো, চিলাও, ডাম্বুলা, সিগিরিয়া, ত্রিনকোমালি, ক্যান্ডি, রামবোদা, নুওয়ারা এলিয়া এবং পিন্নাওয়ালার মতো স্থানগুলি দেখানো হবে।

প্যাকেজের খরচ

একজন ঘুরতে গেলে খরচ পড়বে ৯১,১৫০ টাকা। তবে লোকসংখ্যা বাড়লে খরচ কমতে থাকবে। দুজন ঘুরতে গেলে জনপ্রতি ৬৮,০০০ টাকা, তিনজন ঘুরতে গেলে জনপ্রতি ৬৬,৭০০ টাকা খরচ হবে। শিশু (২-১১ বছর) সঙ্গে থাকলে বিছানা সহ খরচ পড়বে ৪৮,৮০০ টাকা। তাই যদি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকেন IRCTC এর এই ট্যুর প্যাকেজগুলিকে একবার ট্রাই করে দেখতেই পারেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join