শীতে ডুব মারুন আন্দামানের নীল জলে, সস্তার প্যাকেজ আনল IRCTC

Published on:

irctc andaman tour

শ্বেতা মিত্র, কলকাতাঃ ঘুরতে যেতে কেরা পছন্দ করে আপনিও পছন্দ করেন নিশ্চয়ই। এমনিতেই কথায় আছে বাঙালি পায়ের তলায় সর্ষে। আর এই সর্ষের তাগিদে বছরের নানার সময় ভ্রমণপ্ৰিয় বাঙালি এখানে সেখানে ঘুরে আসেন। তবে এখন সামনে রয়েছে শীতের মরসুম। আর শীতের মৌসুমে ভ্রমন প্রিয় বাঙালি কোথাও ঘুরতে যাবে না সেটা তো হতেই পারে না। কিন্তু অনেক সময় দেখা যায় কোথায় ঘুরতে যাবেন সেটা নিয়ে রীতিমত ধন্ধে পড়ে যান সকলেই। তবে আজ আপনাদের এমন একটি জায়গা সম্পর্কে আলোচনা করা হবে বা একটি প্যাকেজ সম্পর্কে তথ্য দেওয়া হবে যেখানে গেলে আপনার মন এবং শরীর দুটোই চাঙ্গা হয়ে যাবে। আপনিও খুব অল্প খরচে কলকাতা থেকে অনায়াসে আন্দামান ঘুরে আসতে পারবেন। আর এর জন্য একটি দুর্দান্ত প্যাকেজ ঘোষণা করেছে IRCTC। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার যদি আন্দামান ঘুরতে যেতে কিছু হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘুরে আসুন আন্দামান

সমুদ্র ভালোবাসেন তাদের কাছে আন্দামান একটি ড্রিম ডেস্টিনেশন এবার সেখানেই আপনার যাওয়ার একটি সুযোগ করে দিয়েছে আইআরসিটিসি। তাও কিনা শহর কলকাতা থেকে। আসলে সকলকে চমকে দিয়ে এবার IRCTC নিয়ে এসেছে বিশেষ LTC ANDAMAN AIR ট্যুর প্যাকেজ। এই প্যাকেজে যাতায়াত, আবাসন ও খাবার সহ ৫ রাত ও ৬ দিনের ভ্রমণ সুবিধা পাবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা থেকে ফ্লাইটে শুরু হবে এই যাত্রা এবং ভ্রমণে যুক্ত থাকছে আন্দামানের অনেক দর্শনীয় স্থান। আপনি যদি সপরিবারে আন্দামান ঘুরতে যেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অনায়াসেই এই ট্যুর প্যাকেজটি বেছে নিতে পারেন।

কবে থেকে ভ্রমণ শুরু?

এই সফর ৫ রাত ৬ দিনের। এই প্যাকেজ ৯ নভেম্বর, নভেম্বর ১৯ নভেম্বর, নভেম্বর ২৩, নভেম্বর ৩০ নভেম্বর, ডিসেম্বর ০৭। আপনি আপনার সুবিধা অনুযায়ী তারিখ নির্বাচন করতে পারেন এবং প্যাকেজ বুক করতে পারেন।  এই প্যাকেজ বুকিং করলেই বিমানে করে আন্দামান নিয়ে যাওয়া হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্যাকেজের খরচ কত

এই প্যাকেজে সিঙ্গেল অকুপেন্সির জন্য টিকিট কাটলে খরচ হবে ৬৫,২২৫ টাকা, ডাবল শেয়ারিং ৪৮,১৫৫ টাকা, ট্রিপল শেয়ারিং ৪৬,৪৫৫ টাকা। এই ট্রিপে ৫ থেকে ১১ বছর বয়সী কোনো শিশু আপনার সঙ্গে গেলে আপনাকে দিতে হবে ৩৯ হাজার ২৭৫ টাকা। একই সঙ্গে ২ থেকে ৫ বছরের বাচ্চা চলে গেলে দিতে হবে ৩৫,৮১০ টাকা।

ট্রিপ শুরুর ২১ দিন আগে টিকিট বাতিল করলে প্যাকেজ ভাড়া থেকে ৩০ শতাংশ কেটে নেওয়া হবে। প্যাকেজ শুরুর ১৫ থেকে ২১ দিন আগে টিকিট বাতিল হলে ৫৫ শতাংশ প্যাকেজ খরচ কেটে নেওয়া হবে। প্যাকেজ শুরুর ৮ থেকে ১৪ দিন আগে টিকিট বাতিল হলে ৮০ শতাংশ প্যাকেজ ভাড়া কেটে নেওয়া হবে। প্যাকেজ শুরুর ৮ দিন আগে টিকিট বাতিল করলে প্যাকেজ টিকিটের জন্য এক টাকাও দেওয়া হবে না।

যোগাযোগ করুন

বিশদে জানতে যোগাযোগ করুন 8595904080
8595904073 এই নম্বরে। এছাড়া www.irctctourism.com এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group