কম খরচে বিদেশ ভ্রমণ, একদম সস্তায় থাইল্যান্ড নিয়ে যাচ্ছে IRCTC

Published on:

irctc thailand tour

শ্বেতা মিত্র, কলকাতা: বিদেশ ভ্রমণের ইচ্ছা কম বেশি আমাদের সকলের মধ্যেই রয়েছে। ঘুরতে যাওয়ার জন্য অনেকে আগাম প্ল্যান করে হয়তো টাকাপয়সা জমিও রাখেন। কিন্তু সমস্যা হল, কীভাবে যেতে হয়, কোথায় থাকা, কোথায় কোথায় ঘোরা ইত্যাদি বিষয়ে স্পষ্ট ধারণা অনেকেরই থাকে না। বিদেশ বিভূঁই বলে অনেক আশঙ্কাও থাকে। তবে এই সমস্যা এখন আর হবে না। কারণ IRCTC আপনার ঘুরিয়ে নিয়ে আসার পুরো দায়িত্ব গ্রহণ করছে, তাও আবার সুলভে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নামমাত্র খরচে ঘুরে আসুন থাইল্যান্ড

IRCTC থাইল্যান্ড ভ্রমণের জন্য নতুন একটা প্যাকেজ নিয়ে এসেছে। থাইল্যান্ড। এই দেশটাকে আমার অগুণতিবার দেখেছি টিভির পর্দায়। ঝাঁ চকচকে শহর, নীল সমুদ্র, সুন্দর বিচ, নাইট লাইফ… যেন এক টুকরো স্বর্গ। থাইল্যান্ড দক্ষিণ এশিয়ার সুন্দর দেশগুলির মধ্যে গণ্য হয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্র সৈকত দেশ-বিদেশের বিপুল সংখ্যক পর্যটককে আকর্ষণ করে।

কবে শুরু হচ্ছে ভ্রমণ?

থাইল্যান্ড নিরাপদে ঘুরতে চাইলে IRCTC আপনাকে সাহায্য করতে পারে। ট্যুর প্যাকেজটি ২৩শে মার্চ, ২০২৫ তারিখে জয়পুর থেকে শুরু হচ্ছে। থাইল্যান্ডের ব্যাংকক এবং পাটায়া এই প্যাকেজে রয়েছে। থাকবে গাইড ও বিমার সুবিধা। এর প্যাকেজ কোড হল NJO05। ট্যুর প্যাকজটি মোট ৫ রাত ৬ দিনের জন্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সবার এন্ট্রি নয়, বসন্ত উৎসব নিয়ে বিরাট সিদ্ধান্ত বিশ্বভারতীর, অংশ নিতে পারবেন কারা?

প্যাকেজের আওতায় আপনাকে ভারত থেকে বিমানের মাধ্যমে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। পর্যটকদের অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য থাকবে বাস। হোটেলের ব্যবস্থাও করে দেওয়া হবে। একজন ঘুরতে গেলে ৬২,৮৪৫ টাকা দিতে হবে। দু’জন এক সঙ্গে গেলে জনপ্রতি ভাড়া পড়বে ৫৪,৭১০ টাকা। আইআরসিটিসি-র এই ট্যুর প্যাকেজের নাম হল এক্সোটিক থাইল্যান্ড এক্স জয়পুর।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group