মানি ব্যাগে রাখুন রান্নাঘরের একটি উপকরণ, সবসময় টাকায় ভর্তি থাকবে পার্স

Published on:

money bag

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ যতদিন যাচ্ছে ততই আমাদের খরচা বেড়ে চলেছে। তবুও আমরা প্রত্যেকেই চাই আমাদের ইনকামের সাথে সাথে মানিব্যাগ যাতে সবসময় ভরা থাকে। তাই মানিব্যাগে টাকা ছাড়াও এই কিছু জিনিস রাখলে টাকা সবসময় ভরা থাকে। আর খরচার হাতও কমে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আমরা সকলেই কম বেশি মানি পার্স ব্যবহার করে থাকি। এই মানি ব্যাগের সাথে আমাদের আর্থিক ভাগ্যও জড়িয়ে থাকে সবসময়। জ্যোতিষীদের মতে, আমরা যদি খুব সামান্য কিছু নিয়ম ঠিকঠাক ভাবে পালন করলেই আমাদের মানিব্যাগ সবসময় ভরা থাকবে।

এলাচ

সামান্য এলাচ আপনার ভাগ্য বদলাতে পারে। জ্যোতিষী শাস্ত্র মতে এলাচ মানুষের ভাগ্য উজ্জ্বল করতে সহায়তা করে। ভগবানকে উৎসর্গ করা এলাচ জীবনের সব সমস্যার দূর করতে পারে। অনেকের বক্তব্য টাকা আসে কিন্তু হাতে থাকেনা খরচ হয়ে যায়। সেই ক্ষেত্রে ৩ টি এলাচ আপনার মানিপার্সে রাখুন। উপকার পাবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আবার একটা পরিস্কার ছোটো সবুজ কাপড়ে এলাচ মুড়ে আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ঐ এলাচটা কাউকে খাইয়ে দেবেন। এতেও উপকার পাবেন।

আপনার বাড়িতে কোনো মানুষের বিবাহ হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতিবার সূর্যাস্তের আগে একটি বট পাতা নিয়ে অশথ্ব গাছের নীচে পাঁচ রকম মিষ্টি এবং দুটো এলাচ দিয়ে আপনার মনোবাসনা বলুন। এতে সেই ব্যক্তির বিবাহ যোগ বাড়তে পারে।

আবার স্নানের সময় শুক্র গ্রহের জন্য শ্লোক মন্ত্র জপ করলে শুক্রের শক্তি বৃদ্ধি পায়। তাতে আর্থিক সমস্যা বিদায় নেবে।

শুক্রবারে একটি ছোটো পরিষ্কার কাপড়ে এলাচ বেঁধে রাখুন। সেই এলাচটি পরের দিন গুঁড়ো করে খেয়ে নিন। এতে প্রেম দাম্পত্য জীবন সমস্যা মুক্ত ও মধুরতা বাড়বে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group