রান্নাঘরের ১ টাকার উপকরণই করবে কামাল, ল্যাজ গুটিয়ে পালাবে ইঁদুর! রইল সহজ উপায়

Published on:

how to get rid of rats

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ অনেকের ঘরেই ইঁদুরের (Rat) খুব বেশি উৎপাত। বারবার ইঁদুর এসে রান্না ঘরের খাবার নষ্ট করে, জামাকাপড় সব কেঁটে দেয়। বারবার চেষ্টা করেও ইঁদুরের হাত থেকে মুক্তি পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। বাজারের বেশ কিছু উপাদান পাওয়া গেলেও সেগুলো সবসময় সঠিক কাজ করেনা ইঁদুরের হাত থেকে মুক্তি পেতে। দেখুন ইঁদুর তাড়ানোর সহজ উপায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

লবঙ্গের গন্ধে পালাবে ইঁদুর

তাই এখন আর চিন্তা নেই‌। রান্নাঘরের বেশ কিছু মশলা দিয়েই খুব সহজে ইঁদুরের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। ইঁদুর তাড়াতে লবঙ্গ ব্যবহার করতে পারেন। লবঙ্কের গন্ধ তীব্র হওয়াতে ইঁদুর লবঙ্গের গন্ধ একদম পছন্দ করেনা।একটি ছোটো কাপড়ে বেশ কটা লবঙ্গ রেখে কাপড়টি বেঁধে ঘরের কোণায় রেখে দিন‌। ইঁদুর আসবেনা।

রসুন দিয়ে তাড়ান ইঁদুর

লবঙ্গের মতো রসুনের গন্ধও ইঁদুর একদম পছন্দ করেনা। জলে রসুন ভিজিয়ে রাখুন। তারপর সেই রসুন ভেজানো জল ঘরের কোণায় কোণায় ছিটিয়ে দিন। এতে ইঁদুরের উৎপাত অনেক কমে যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পিঁয়াজের গন্ধে পালাবে ইঁদুর

এছাড়াও পিঁয়াজের ব্যবহার করতে পারেন। ইঁদুর পিঁয়াজের ঝাঁঝালো গন্ধও সহ্য করতে পারেনা। তাই রান্নাঘরের এক কোণে এক টুকরো পেঁয়াজ কেটে রেখে দিন। দেখবেন ইঁদুর আর ধারে কাছেও ঘেঁষছে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group