রান্নাঘরের ১ টাকার উপকরণই করবে কামাল, ল্যাজ গুটিয়ে পালাবে ইঁদুর! রইল সহজ উপায়

Published:

how to get rid of rats
Follow

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ অনেকের ঘরেই ইঁদুরের (Rat) খুব বেশি উৎপাত। বারবার ইঁদুর এসে রান্না ঘরের খাবার নষ্ট করে, জামাকাপড় সব কেঁটে দেয়। বারবার চেষ্টা করেও ইঁদুরের হাত থেকে মুক্তি পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। বাজারের বেশ কিছু উপাদান পাওয়া গেলেও সেগুলো সবসময় সঠিক কাজ করেনা ইঁদুরের হাত থেকে মুক্তি পেতে। দেখুন ইঁদুর তাড়ানোর সহজ উপায়।

লবঙ্গের গন্ধে পালাবে ইঁদুর

তাই এখন আর চিন্তা নেই‌। রান্নাঘরের বেশ কিছু মশলা দিয়েই খুব সহজে ইঁদুরের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। ইঁদুর তাড়াতে লবঙ্গ ব্যবহার করতে পারেন। লবঙ্কের গন্ধ তীব্র হওয়াতে ইঁদুর লবঙ্গের গন্ধ একদম পছন্দ করেনা।একটি ছোটো কাপড়ে বেশ কটা লবঙ্গ রেখে কাপড়টি বেঁধে ঘরের কোণায় রেখে দিন‌। ইঁদুর আসবেনা।

রসুন দিয়ে তাড়ান ইঁদুর

লবঙ্গের মতো রসুনের গন্ধও ইঁদুর একদম পছন্দ করেনা। জলে রসুন ভিজিয়ে রাখুন। তারপর সেই রসুন ভেজানো জল ঘরের কোণায় কোণায় ছিটিয়ে দিন। এতে ইঁদুরের উৎপাত অনেক কমে যায়।

পিঁয়াজের গন্ধে পালাবে ইঁদুর

এছাড়াও পিঁয়াজের ব্যবহার করতে পারেন। ইঁদুর পিঁয়াজের ঝাঁঝালো গন্ধও সহ্য করতে পারেনা। তাই রান্নাঘরের এক কোণে এক টুকরো পেঁয়াজ কেটে রেখে দিন। দেখবেন ইঁদুর আর ধারে কাছেও ঘেঁষছে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join