২ টাকার শ্যাম্পুর পাতাই করবে কামাল, ঘরে জীবনে ঢুকবে না ইঁদুর, জানুন সহজ উপায়

Published on:

rats

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ আপনি অনেক দিন ধরেই ইঁদুরের (Rat) অত্যাচারে অতিষ্ট হয়ে উঠছেন? আর চিন্তা নেই এইবার মাত্র ২ টাকার শ্যাম্পুর পাতাতেই আপনি পাবেন ইঁদুরের অত্যাচার থেকে মুক্তি। ইঁদুরেরা আপনার প্রিয়ো জামাকাপড় গুলো কেটে দিচ্ছে। রান্নাঘরে বিভিন্ন খাবার খেয়ে নিচ্ছে। সাথে বিভিন্ন জায়গায় পটি করেও বেড়াচ্ছে। আর চিন্তা নেই এইবার আমরা আপনাকে এমন এক উপায় বলে দেবো যার দ্বারা আপনি ইঁদুরের অত্যাচার থেকে পাবেন মুক্তি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইঁদুর ঘর থেকে তাড়ানোর জন্য আপনাকে ছোট্টো একটি কাজ করতে হবে। তাতেই হবে মুশকিল আসান। আসুন আমরা জেনে নি কি কি উপকরণ দিয়ে খুব সহজেই আমরা ইঁদুরের অত্যাচার থেকে মুক্তি পাব!

ইঁদুর তাড়ানোর উপায়

  • তার জন্য সবার প্রথমে লাগবে একটি ছোটো বাটি, দেড় চামচ আটা, ২ টুকরো কর্পূর, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, একটা শ্যাম্পুর পাতা আর লাগছে সাথে একটা রুমাল।
  • প্রথমে বাটিতে আটা দিয়ে তাতে লঙ্কার গুঁড়ো, এক প্যাকেট শ্যাম্পু ও জল মিশিয়ে নিন।
  • এবার রুমালটি ছড়িয়ে একটা ব্রাশের সাহায্যে ঐ আটার মিশ্রণটি ভালো করে রুমালে লাগিয়ে নিন। তারপর কর্পূর ভালো করে গুঁড়ো করে রুমালটির চারদিকে ছড়িয়ে দিন।
  • এইবার যে স্থানে বেশি ইঁদুরের আনাগোনা আছে সেখানে রুমালটি ভালো করে পেতে দিন। এবার যখন ইঁদুর আসবে তখন সেটা খাবার চেষ্টা করবে এবং তাতে তাদের মুখ জ্বালা করবে। এইভাবে ইঁদুর পালিয়ে যাবে।

তামাক দিয়ে ইঁদুর তাড়ান

আপনি চাইলে তামাক দিয়েও ইঁদুর ভাগাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে খুব সামান্য উপায় ফলো করতে হবে। যেমন তামাকটি বেসন অথবা ময়দার সাথে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে। সেই ডো টি এমন জায়গায় রাখতে হবে যেখান দিয়ে ইঁদুর আসার সম্ভাবনা প্রবল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ফিটকিরির গন্ধে পালাবে ইঁদুর

সাধারণত আমরা সবাই জানি ইঁদুরেরা খুব ঝাঁঝালো জিনিস পছন্দ করেনা। সেক্ষেত্রে আপনারা একটা ফিটকিরির টুকরো নিয়ে সেটিকে ভালো করে গুঁড়ো করে একটা বোতলে ভরে দ্রবণ তৈরি করে সেই দ্রবণটি ইঁদুরের গর্তের চারিধারে ছড়িয়ে দিলেও দারুণ কাজ হবে।

পিঁয়াজ দিয়ে তাড়ান ইঁদুর

আরও একটি বিশেষ উপায় হল পিঁয়াজ। ইঁদুর তাড়াতে পিঁয়াজের জুড়ি মেলা ভার। আপনি চাইলে পিঁয়াজের সাহায্যেও ইঁদুর তাড়াতে পারেন। কারণ পিঁয়াজের গন্ধ ইঁদুর একদম পছন্দ করেনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group