ল্যাজ গুটিয়ে আজই পালাবে টিকটিকি, শুধু ঘরের মধ্যে রাখুন এই কয়টি জিনিস

Published on:

gecko lizard

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ টিকটিকি (House gecko) নিয়ে কম বেশি সবাই বিরক্ত থাকে। বাড়ির যেখানে সেখানে টিকটিকি দেখা যায়। এদের শীতকালে খুব একটা দেখা না গেলেও গরমকালে এরা বাড়ির চারিদিকে ছড়িয়ে থাকে। টিকটিকি খালি পোকা মাকড় খেয়ে উপকার করে তা নয়। চারিদিকে পটি করে নোংরাও করে। আর একবার টিকটিকি ঘরে এলে এদের তাড়ানো খুবই মুস্কিল। তবে আপনি চাইলে বাজারে কেনা কোনো জিনিস ছাড়াই রান্নাঘরের কিছু সামগ্রী দিয়ে সহজেই টিকটিকি তাড়ানো সম্ভব।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সহজেই তাড়ান টিকটিকি

পিঁয়াজ, রসুন, লঙ্কার গুঁড়ো, তামাক এইসব উপাদান দিয়ে টিকটিকি সহজেই বাড়ি ছাড়া করা সম্ভব। টিকটিকি তাড়াতে ঘরের কোণে কোণে রসুন অথবা পিঁয়াজের টুকরো রেখে দিতে পারেন এতে উপকার পাবেন। আবার লঙ্কার গুঁড়ো খোলা অবস্থাতেও রেখে দিতে পারেন তাতেও উপকার পাবেন। টিকটিকি এইসবের তীব্র গন্ধ একদম সহ্য করতে পারেনা।

টিকটিকি তাড়ানোর সহজ উপায় | How to get rid of Common house gecko |

আবার একটি বাটিতে ভিনিগার এবং জল সমপরিমাণ মিশিয়ে সেই মিশ্রণটি দিয়ে কিচেন কেবিনেট, ডাইনিং টেবিল মুছে নিন ভালো করে যাতে খাবারের দাগ অথবা গন্ধ না থাকে। এতেও টিকটিকি আসবেনা। অন্যদিকে ডিমের তীব্র গন্ধ টিকটিকি পছন্দ করেনা। তাই ডিমের খোলা একসাথে রেখে দিলেও উপকৃত হবেন। ঘরের বিভিন্ন কোণে ময়ূরের পেখম রাখতে পারেন এতে ঘরের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে টিকটিকিও ভয়ে কাছে ঘেষবে না। কারণ ময়ূর টিকটিকি খায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

টিকটিকি ঠান্ডা জায়গায় আসেনা। তাই ঘরে এসি চললে টিকটিকির উপদ্রব কম থাকবে। আবার বাড়ির চারধারে জমা জল, ঝোপঝাড় রাখবেন না। এইসব জায়গায় পোকা মাকড় জন্ম নেয় আবার সেগুলো খেতে টিকটিকি আসতে পারে। এছাড়াও এঁটো, খাবারের খোলা প্যাকেট যেখানে সেখানে রাখবেন না। এতে টিকটিকি আসে। শুধুমাত্র আলমারিতেই ন্যাপথলিন না রেখে কিচেন কেবিনেটে, ডাইনিং টেবিলের আসেপাশে ন্যাপথলিন রাখতে পারেন। ফলে টিকটিকি আসবেনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group