রতন টাটার মৃত্যুবার্ষিকীতে জানুন তাঁর সেরা কিছু উপদেশ, বদলে যাবে জীবন

Published:

Ratan Tata
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ রতন টাটার (Ratan Tata) মৃত্যুবার্ষিকী। গত বছর ঠিক এই দিন, অর্থাৎ ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন দেশের সবথেকে দয়ালুবান শিল্পপতি রতন নেভাল টাটা। কর্মজীবন জুড়ে তিনি শিক্ষার প্রতি প্রবল সোচ্চার ছিলেন। এমনকি ক্রমাগত শেখার মূলের উপর জোর দিতেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি তাঁর জ্ঞান দিয়ে ছাত্র এবং তরুণদের অনুপ্রাণিত করেও তুলেছিলেন। আজকের প্রতিবেদনে রতন টাটার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমন কিছু উক্তি তুলে ধরব, যা আপনার জীবনে কাজে লাগালে আর পিছন ফিরে তাকাতে হবে না।

রতন টাটার বিখ্যাত কিছু উক্তি

১) মা-বাবা তোমাকে যে মূল্য দিয়েছে, সেটাই সবথেকে বড় শিক্ষা। এটাকে কখনোই নষ্ট করো না।

২) জীবনে উত্থান-পতন আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ ইসিজিতে সরলরেখা মানে আমরা বেঁচে নেই। তাই উত্থান-পতন দরকার।

৩) কখনও সঠিক সিদ্ধান্ত নিও না, বরং সিদ্ধান্ত নিয়ে তারপর সেগুলিকে সঠিক করো।

৪) জীবনে হাজার হাজার বার কঠিন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। তবে সবসময় নিজেকে জিজ্ঞেস করতে হবে যে, তুমি সঠিক কাজটি করছ কিনা এবং সিদ্ধান্তটি সঠিক কিনা। তাহলেই সাফল্যের শিখরে পৌঁছতে পারবে।

৫) তুমি যেটাকে সঠিক বলে মনে করো, সেটিকেই করো এবং যা ন্যায্য বলে মনে করছ, সেটাই করার চেষ্টা করো। যা পরিবর্তন আসবে বলে মনে করছ, তাও করতে হবে। কারণ সিদ্ধান্ত নেওয়া নিজের দায়িত্ব।

৬) যা করবে তার জন্য নিজের উপরই সন্তুষ্ট হও। একচেটিয়া মনোভাব দ্বারা কোনওসময় চালিত হবে না। আমি বিশ্বাস করি, শেখার প্রক্রিয়া কখনোই শেষ হয় না।

৭) শেষ পর্যন্ত আমরা শুধুমাত্র সেই সুযোগগুলোর জন্যই অনুশোচনা করি, যা আমরা গ্রহণ করিনি।

৮) ভবিষ্যতে কী হচ্ছে, বা কী অপেক্ষা করছে, তার জন্য কখনোই ভাববে না। শুধু এটুকু নিশ্চিত থাকো যে, ভবিষ্যতে কিছু বিষয়ে তুমি অবাক হবে।

৯) যদি খুব দ্রুত হাঁটতে চাও, তাহলে একা হাঁটো। আর যদি অনেক দূর হাঁটতে চাও, তাহলে একসঙ্গে হাঁটো।

১০) কখনও নিজের শিকড় ভুলে যেও না এবং তুমি যেখান থেকে এসেছ, তা নিয়ে সবসময় গর্বিত বোধ করো।

১১) কখনোই তোমার মূল্যবোধ বা নীতির সঙ্গে আপস করো না, এমনকি যদি তা কঠিন পথও হয়।

১২) আমি কর্মজীবনের ভারসাম্য কখনও বিশ্বাস করি না। কর্মজীবনের একীকরণে বিশ্বাস করি। আর তোমার কাজ এবং জীবনকে অর্থপূর্ণ এবং পরিপূর্ণ করে তুলতে হলে একে অপরের সঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ টিম ইন্ডিয়ার প্লেয়ারদের জন্য ৮০ রকমের খাবার, গম্ভীরের ডিনার পার্টিতে এলাহী আয়োজন

১৩) সাফল্য পরিমাপ করা হয় নিজের অবস্থান দিয়ে নয়, বরং অন্যদের উপর তোমার প্রভাব দিয়ে।

১৪) কখনোই স্বল্পমেয়াদির লক্ষ্যে বিশ্বাস করো না। দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করতে হবে।

১৫) কখনোই শেখা বন্ধ করো না। কারণ বেড়ে ওঠা এবং বিকশিত হওয়ার জন্য নিজেকে চ্যালেঞ্জ করতে থাকতে হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join