গঙ্গার বুক চিড়ে চলছে কলকাতার প্রথম ওয়াটার মেট্রো, জানুন ভাড়া থেকে টাইম

Published on:

kolkata water metro

সহেলি মিত্র, কলকাতা: শহর কলকাতার মুকুটে যুক্ত হল আরও এক পালক। সাধারণ মানুষ এতদিন পাতাল রেল দেখেছেন, গঙ্গার নিচে দিয়ে মেট্রো ছুটতে দেখেছেন। কিন্তু জলপথে মেট্রো এমন কথা কি কখনো শুনেছেন বা ভেবেছেন? শুনতে বিস্ময়কর মনে হল এটাই এখন বাস্তব। এবার গঙ্গার উপর দিয়ে ছুটে চলেছে কলকাতা ওয়াটার মেট্রো। আর এই মেট্রোতে উঠে আপনিও গঙ্গার ও চারিপাশের সুন্দর দৃশ্য দেখার মতো অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির উপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গঙ্গার বুকে ছুটছে ওয়াটার মেট্রো

যারা গঙ্গায় ভ্রমণ করতে পছন্দ করেন তাঁদের জন্য এই ওয়াটার মেট্রো জয় রাইডটি খুবই পছন্দ হবে। এই নতুন মেট্রোতে করে আপনি বেশ কিছুটা সময় গঙ্গার বুকে ভ্রমণ করতে পারবেন। একা হোক, পরিবার কিংবা মনের মানুষের সঙ্গে অনায়াসেই একদিনের ছুটিতে এর আনন্দ নিতেই পারেন। এখন নিশ্চয়ই ভাবছেন এই ওয়াটার মেট্রোটি আপনি কোথা থেকে এবং কখন ধরবেন?

তাহলে জানিয়ে রাখি, এর জন্য আপনাকে মিলিনিয়াম পার্ক যেতে হবে যেটি কিনা বিবাদিবাগ-এ রয়েছে। সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল ৪:৩০ মিনিটে এটি ছাড়ে। এছাড়া শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনগুলিতে এটি দুপুর ১টা এবং বিকেল ৪:৩০-টের সময় ছাড়ে। অর্থাৎ উইকএন্ড হোক কিংবা উইক ডেজ, বুধবার ছাড়া সবদিনই আপনি এই ওয়াটার মেট্রোতে উঠতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ নয়া পেনশন স্কিমে কর ছাড়, সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি

রয়েছে এসি-র ব্যবস্থাও

এই মেট্রোতে আপনি এসি এবং নন এসি, দুইয়েরই সুবিধা পেয়ে যাবেন। এই ভ্রমণের সময়কাল ২ থেকে আড়াই ঘণ্টা। এই ওয়াটার মেট্রোটি একদম ইলেকট্রিক। এই ওয়াটার মেট্রোটির নাম হল ‘ঢেউ’। ভ্রমণকালে আপনি আইকনিক হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর থেকে শুরু বেলুড় মঠ এবং আরও অন্যান্য জায়গা দেখতে পারবেন। এসিতে ভ্রমণের জন্য জনপ্রতি খরচ ৩০০ টাকা এবং নন এসিতে ভ্রমণের জন্য জনপ্রতি খরচ ২০০ টাকা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group