শ্বেতা মিত্র, পূর্ব মেদিনীপুর: যত সময় এগোচ্ছে ততই দীঘা (Digha) যাওয়ার আনন্দ যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে সমুদ্র প্রেমীদের। ১০ বছর আগের দীঘা আর ২০২৪ সালের দীঘার মধ্যে একপ্রকার আকাশপাতাল তফাৎ। এখন অনেকেই কার্যত ভ্রমণপ্রেমির কাছে দীঘা যেন গোয়ার সমান হয়ে গিয়েছে। অনেকেই এই দীঘাকে গোয়ার সঙ্গে তুলনা করতে শুরু করে দিয়েছেন। দীঘায় ইতিমধ্যেই শুরু হয়েছে জায়ান্ট সুইং পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে ইতিমধ্যেই খুশির হাওয়া বইছে। তবে এখানেই শেষ নয়। এবার দীঘায় এমন এক পরিষেবা শুরু হল যার দরুণ চমকে যাবেন আপনিও। আপনিও কি আগামী কয়েকদিনের মধ্যে দীঘা যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
দীঘায় নতুন আকর্ষণ
এমনিতে যত সময় এগোচ্ছে ততই দীঘাকে একদম নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে প্রশাসন। পুরীর জগন্নাথ মন্দিরে আদলে এখন দীঘাতেও নতুন এক জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে। কাজ শেষের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যেই মন্দিরের দরজা সকলের জন্য খুলে দেওয়া হবে। এছাড়া রয়েছে জায়ান্ট সুইং। এই বিশেষ দোলনা সকলের মধ্যমণি হিসেবে ধরা দিয়েছে। তবে এবার দীঘায় শুরু হল নতুন পরিষেবা। এখন আপনিও নির্ঘাৎ ভাবছেন কী সেই পরিষেবা? তাহলে জানিয়ে রাখি, একদম গোয়ার ধাঁচে দীঘায় শুরু হল স্কুটার পরিষেবা। হ্যাঁ ঠিকই শুনেছেন।
দীঘায় চালু ই স্কুটার পরিষেবা
এমনিতে যারা গোয়ায় গিয়েছেন তারা জেনে থাকবেন এখানে ঘুরে বেড়ানোর জন্য স্কুটারের বিশেষ ব্যবস্থা রয়েছে। এই স্কুটারে করে গোটা গোয়া ঘুরতে পারা যায় এবার একই রকম পরিষেবা মিলবে দিঘাতেও হ্যাঁ ঠিকই শুনেছেন এবার দিঘাতেও চালু হয়েছে স্কুটার পরিষেবা। শুধু তাই নয় বৈদ্যুতিক স্কুটারে চড়ে আপনিও দীঘার আনন্দ উপভোগ করতে পারবেন।
আসলে এবার দীঘায় ‘ই বাইক’ রেন্ট পরিষেবা শুরু হয়েছে। এবার স্কুটি নিয়ে আপনি সমগ্র দীঘা চষে ফেলতে পারবেন। আপনিও যদি এই মজা নিতে চান তাহলে ওল্ড দীঘার বিশ্ব বাংলা গেটের কাছেই এই রেন্টেড ই স্কুটিগুলো দেখতে পারবেন।