সহেলি মিত্র, কলকাতাঃ ভ্যাপসা গরম থেকে বাঁচতে মনটা পাহাড় পাহাড় করছে? কিন্তু সেই এক দার্জিলিং, সিকিম গিয়ে ক্লান্ত? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের এমন একটি জায়গা সম্পর্কে সন্ধান দেব যেখানে গেলে আপনার শরীর ও মন দুটোই জুড়িয়ে যাবে বৈকি। অনেকেই আছেন যারা ভিড়-কোলাহল এড়াতে অফবিট জায়গার খোঁজ করেন। আজ আপনাদের তেমনই একটি জায়গার সন্ধান দেব যেটি কিনা ‘লিটল কাশ্মীর’ নামে পরিচিত। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
ঘুরে আসুন ‘লিটল কাশ্মীর’ | Little Kashmir |
অনেকগুলি পাহাড়ের মধ্যে লুকিয়ে রয়েছে ‘লিটল কাশ্মীর’ হিল স্টেশন। এখানে গেলে আপনি দার্জিলিং, সিকিম, সিমলা, মানালি ভিলে যাবেন। ভাবতে বাধ্য হবেন, আগে যে কেন এই জায়গায় আসেননি। আজ কথা হচ্ছে সুন্দর এবং উত্তরাখণ্ডের শান্ত হিল স্টেশন মুন্সিয়ারি নিয়ে। এই জায়গাটি বছরের বেশিরভাগ সময়ে বরফে ঢাকা থাকে। যারা ট্রেন করতে বা অ্যাডভেঞ্চারপ্রেমী তাঁদের কাছে এই জায়গা স্বর্গের তুলনায় কম কিছু নয়।
এখানকার আবহাওয়া এতটাই মনোরম যে আপনার এখান থেকে ফিরে যেতে মন চাইবে না। এই মুন্সিয়ারিকে প্রায়শই ‘মিনি কাশ্মীর’বলা হয়। এর কারণ এখানকার ল্যান্ডস্কেপ এতটাই সুন্দর যে আপনার চোখ ফেরাতে চাইবেন না। এখানে আশেপাশে এমন বহু গ্রাম রয়েছে যেখানে আপনি অনায়াসেই রাত্রিযাপন করতে পারবেন। সেইসঙ্গে ট্রেকিং, ক্যাম্পিং ও অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে পারবেন।
মুন্সিয়ারির এই জায়গাগুলি ঘুরে আসতে পারেন
এই মুন্সিয়ারিতে এমন অনেক জায়গা আছে যেগুলি ঘুরে দেখতে পারেন। যেমন রয়েছে বিরথি ঝর্ণা। এছাড়া মুন্সিয়ারি থেকে প্রায় ১৪ কিমি দূরে বিখ্যাত ধার্মিকস্থল কালি দেবী মন্দির রয়েছে। এই মন্দিরে নাকি ঘণ্টা বাঁধার নিয়ম রয়েছে। এছাড়া রয়েছে থামরী কুণ্ড হ্রদ, মদকোট। এই মদকোট গ্রাম মুন্সিয়ারি থেকে প্রায় ৫ কিমি দূরে অবস্থিত। এই গ্রামটি প্রাকৃতিক গরম জলের জন্য বিখ্যাত। হট স্প্রিং যাকে বলে। এপ্রিল থেকে জুন, এই সময়ের মধ্যে মুন্সিয়ারি ভিজিট করা সবথেকে সুন্দর সময়।
আরও পড়ুনঃ পাবেন কড়কড়ে ১০ হাজার, কেন্দ্রের এই স্কিমে নাম লেখালেন?
কীভাবে যাবেন?
এখন নিশ্চয়ই ভাবছেন যে কীভাবে এই সুন্দর জায়গায় পৌঁছাবেন? তাহলে জানিয়ে রাখি, হাওড়া থেকে কাঠগোদাম কিংবা হালদওয়ানি যেতে পারেন। এরপর সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে মুন্সিয়ারি পৌঁছাতে পারেন। থাকার জন্য এখানে আপনি অনেক হোটেল, গেস্ট হাউস, লজ অএয়ে যাবেন। তাহলে আর দেরি না করে আজই ট্রেনের টিকিট কেটে ফেলুন এবং ঘুরে আসুন মুন্সিয়ারি।