কলকাতাঃ নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবরে দর্শকদের মনে যেমন খুশি হয় তেমনি কোন ধারাবাহিক এর বদলে নতুন ধারাবাহিক আসছে সেটা ভেবেও যথেষ্ট চিন্তাও হয়। কারণ যেখানে নতুনের আগমন সেখানে পুরাতন কে বিদায় তো জানাতেই হয় সবক্ষেত্রে। বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে স্টার জলসা ও জি বাংলার পর্দায় আসতে চলেছে অনেক অনেক নতুন ধারাবাহিক। ইতিমধ্যে বিভিন্ন প্রডাকশন হাউসে সেই ধারাবাহিকগুলোর কাজ শুরু হয়ে গিয়েছে। তাই কোন পুরোনো ধারাবাহিক এর সমাপ্তি ঘটছে সেটা নিয়েই দর্শকদের মনে যথেষ্ট সংসয় রয়েছে।
আসছে দুই নতুন সিরিয়াল
সম্পতি জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক উদয় প্রতাপ সিং অভিনীত পরিণীতা। অন্যদিকে শোনা যাচ্ছে অদৃত রায়েরও নতুন ধারাবাহিক আসছে খুব তাড়াতাড়ি। তবে এই ধারাবাহিক গুলো শুরু হলে কোন ধারাবাহিক গুলোর সমাপ্তি ঘটবে সে বিষয়ে কারোর কোনো ধারণা নেই। যদিও এইসব ধারাবাহিকের প্রমো ভিডিও এখনও প্রকাশিত হয়নি, তবে ধারাবাহিকগুলো যে জি বাংলার পর্দায় আসতে চলেছে সেটা সম্পূর্ণ রূপেই সঠিক।
শোনা যাচ্ছে এই নতুন ধারাবাহিকগুলোর সাথে সাথে জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক শেষের মুখে। এই মূহুর্তে যে সকল ধারাবাহিকের টিআরপি যথেষ্ট কম, সেইসব ধারাবাহিক গুলো বন্ধের মুখে। আর জি বাংলার কিছু ধারাবাহিক এর টিআরপি যথেষ্ট তলানিতে গিয়ে ঠেকেছে। এবং সেগুলোর ভিতর থেকেই যে কোনো একটা ধারাবাহিক বন্ধের পথে এগোচ্ছে।
TRP-তে ডাহা ফেল জি বাংলার ৪ সিরিয়াল
মিঠিঝোড়া, ডায়মন্ড দিদি জিন্দাবাদ, পূবের ময়না, কোন গোপনে মন ভেসেছে ইত্যাদি। এইসব ধারাবাহিক গুলোর টিআরপি যথেষ্ট তলানিতে ঠেকেছে। এই সমস্ত ধারাবাহিক শেষ হবার সম্ভাবনা থাকলেও দর্শকদের ধারনা মিঠিঝোড়ার দিকেই। কারণ তাদের অনুমান অনুযায়ী এই ধারাবাহিকের টিআরপি রেটিং দীর্ঘদিন ধরে তলানিতে আছে। এই ধারাবাহিকে বিভিন্ন রকম টুইস্ট আনার সত্তেও এর TRP কোনোমতেই উপরে উঠছেনা। এই ধারাবাহিকের TRP ফেরাতে সময় অব্দি পরিবর্তন করা হয়েছিলো। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি।
বন্ধ হতে পারে মিঠিঝোড়া
তাই দর্শকদের একাংশের ধারণা এই মিঠিঝোড়া ধারাবাহিকটা খুব শিঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ ভাবে চ্যানেলের কোনো ধারাবাহিকের TRP দীর্ঘ সময় ধরে ডাউনে থাকলে সেই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হয়ে থাকে। আর সেখানে মিঠিঝোড়া হাতে গুনে হয়তো কয়েকবার ফলাফল ভালো করেছে। তাই কর্তৃপক্ষের এই ধারাবাহিকের উপরেই টার্গেট থাকতে পারে।