বড়দিনের সেরা ২০ টি শুভেচ্ছা বার্তা: এভাবে উইশ করুন আপনজনদের, মন ভরে যাবে সকলের

Updated on:

merry christmas

শ্বেতা মিত্র, কলকাতাঃ এসে গেল সেই দিন যেটার জন্য সকলে দীর্ঘ অপেক্ষা করছিলেন। আজ ২৫ ডিসেম্বর। আর এই দিনের সঙ্গে সঙ্গে ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আরও দ্রুত কাউন্টাডাউন শুরু হয়ে যাবে। আজ ভারত তথা গোটা বিশ্ব বড়দিন পালন করছেন। এই বিশেষ দিনটিকে লক্ষ্য করে মানুষ একে অপরকে উপহার দিচ্ছেন সেইসঙ্গে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ আবার কোথাও ঘুরতে যাচ্ছেন ও আরও অনেক প্ল্যান করছেন। কিন্তু আপনি কি আপনার প্রিয়জনকে কিংবা বন্ধু-বান্ধবকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন?  আর যদি না জানিয়ে থাকেন তাহলে কী বলে শুভেচ্ছা জানাবেন জেনে নিন ঝটপট।

বড়দিনের শুভেচ্ছা বার্তা ২০২৪ | christmas best wishes 2024 | মেরি ক্রিসমাস এর শুভেচ্ছা

WhatsApp Community Join Now

১) এই ক্রিসমাস আপনার জন্য আনন্দ, ভালবাসা এবং সুখে ভরে উঠুক। মেরি ক্রিসমাস।

২) ক্রিসমাস মানে সান্টাক্লজ, অনেক অনেক উপহার। তোমার গোটা পরিবার এবং ক্ষুদে সদস্যটিকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা।

৩)  আসুন আমরা একসাথে ক্রিসমাস উদযাপন করি। অনেক সুখের সঙ্গে সকলকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানাই।

৪) আপনার জীবন প্রতিদিন আলোকিত হোক যেমন আকাশ তারারা জ্বলজ্বল করে। সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা।

৫) সান্তা আপনার জন্য সুখের বন্যা নিয়ে আসুক, প্রতিটি দিনই বড়দিনের মতো উৎসব হোক। আপনাকে এবং আপনার পরিবারকে বড়দিনের শুভেচ্ছা।

৬) এই ক্রিসমাসে, ঈশ্বর আপনার জীবনকে ভালবাসা এবং শান্তিতে পূর্ণ করুন।

৭) ডিসেম্বর মানেই ক্রিসমাস, ডিসেম্বর মানেই আনন্দ, কেক কাটার আনন্দ, প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দ, তোমাকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা।

৮) ডিসেম্বরের ঠান্ডায় ভালোবাসার উষ্ণতায় ভরে যাক তোমার জীবন, তোমাকে জানাই বড়দিনের শুভেচ্ছা বার্তা।

৯) যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সেজে উঠুক গোটা পৃথিবী, ঘুচে যাক সমস্ত কষ্ট, তোমাকে এবং তোমার পরিবারকে প্রচুর ভালোবাসা জানাই বড়দিনে।

১০) প্রতিদিন আপনার জীবনে নতুন আলো আনুক ঈশ্বর। বড়দিনের অনেক শুভেচ্ছা আপনাকে।

১১) বড়দিন মানে একরাশ খুশি। উপহার এবং আনন্দের সাথে এই উৎসবটি উপভোগ করুন।

১২) বরফের মতো শুভ্র হোক তোমার মন, তোমার চারিপাশের মানুষ যেন সবসময় তোমায় ভালোবাসে, তোমাকে জানাই বড়দিনের শুভেচ্ছা।

১৩) এই ক্রিসমাস উৎসব আমাদের সকলের, যীশু খ্রিস্ট সকলের ভালো করুন এই কামনার সঙ্গেই তোমাকে জানাই বড়দিনের শুভেচ্ছা বার্তা।

১৪) বড়দিন উপলক্ষে পরিবারের সঙ্গে কাটাও কিছু খুশির মুহূর্ত, তোমাকে বড়দিনের অনেক শুভেচ্ছা জানাই।

১৫) আসন্ন বছরটি আপনার জন্য আনন্দময় এবং সান্ত্বনায়ে ভরে উঠুক, মেরি ক্রিসমাস।

১৬) এই ক্রিসমাস, আপনার জীবন সুখ এবং ভালবাসায় পূর্ণ হোক। আপনাকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা।

১৭) আজকের দিনে এটাই প্রার্থনা, ঝলমলে হোক আপনার জীবন। হাসিখুশি থাকুন সবর্দা। বড়দিন এবং নতুন বছর ভাল কাটুক।

১৮) বাড়িকে ভালোবাসা এবং শুভেচ্ছাতে ভরিয়ে দিন। কাছে থাকুক আপনার প্রিয়জনরা। শুভ বড়দিনের শুভেচ্ছা।

১৯) সব অশুভ শক্তির বিনাশ হোক, পজিটিভিটি থাকুক চারিদিকে। আমার সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস।

২০) মেরি ক্রিসমাস! আগামীটা খুব ভাল কাটুক সকলের।

সঙ্গে থাকুন ➥
X