এই কায়দা জানা থাকলেই বাজিমাত, শীতে মোটরসাইকেল চালালাও হবেন না ঠান্ডায় কাবু

Published on:

motorcycle ride in winter season

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ আমাদের দৈনন্দিন জীবনে রোজই কমে বেশি সবাইকেই বাইরে বেরোতে হয়। অফিস, বাজার বা অন্য কোথাও যেতে হলে আমাদের ঘরের বাইরে বেরোতেই হয়। কিন্তু এই প্রচন্ড শীতে বাইকে (Motorcycle) করে যাতায়াত করা খুবই কষ্টকর হয় সবার ক্ষেত্রে। কিন্তু আমরা যদি চাই কয়েকটি সহজ পদ্ধতি ব্যবহার করে নিজেদের প্রবল ঠান্ডার থেকে বাঁচিয়ে নিতে পারি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এই প্রবল শীতে বাইকে যাতায়াত করলে ঠান্ডার কারণে অনেকের খুব কষ্ট হয়। বেশি করে যারা মোটরসাইকেল চালান তাদের বুকে কনজেশন এছাড়াও কোল্ড স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ঠান্ডার হাত থেকে বাঁচার সহজ উপায়ে হলো সংবাদপত্র। যারা এই শীতে বাইক অথবা কোনো যানবাহনে ভ্রমণ করেন তাদের দরকার সংবাদপত্র। একটি মোটা খবরের কাগজ ভাজ করে বুকের ভিতর ঢুকিয়ে জ্যাকেটের চেন বন্ধ করে দিন। চেনটি বন্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন খবরের কাগজটি যেনো ঠিকঠাক সেটে থাকে শরীরের সাথে‌। ফলে খবরের কাগজটি ভিতরের তাপকে বাইরে যেতে দেবেনা এবং বাইরের ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করতে দেবেনা।

হেলমেট পরতে হবে

একজন বাইক আরোহীর সবসময় হেলমেট ব্যবহার করা উচিত। হেলমেট শুধুমাত্র ঠান্ডা বাতাস আটকায় না বরং একজন মানুষের যেকোনো দুর্ঘটনা থেকে তাকে রক্ষা করে‌। বাইক চালানোর সময় হেলমেট থাকলে কানে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারেনা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জুতো এবং গ্লাভস

বাইরের ঠান্ডা বাতাস থেকে রক্ষা পেতে জুতো, মোজা, গ্লাভস ব্যবহার করুন।

গরম পানিয় জল

দীর্ঘক্ষণ মোটরসাইকেলে ভ্রমণ করলে সাথে অবশ্যই গরম খাবার জল রাখবেন। প্রবল ঠান্ডা বাতাস অনেকক্ষণ নেবার পর গরম জল পান করলে শরীরে রক্ত চলাচল সঠিক থাকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group