শ্বেতা মিত্রঃ পাঠ্য বইতে ছোট থেকে বড় সকলেই পড়েছেন সাহারা মরুভূমির ব্যাপারে। এছাড়া এই সাহারা মরুভূমি বিশ্বের অন্যতম বড় মরুভূমির মধ্যে অন্যতম। তবে যাই হয়ে যাক না কেন এই সাহারা মরুভূমি সম্পর্কে সাধারণ মানুষের কৌতূহলে কিন্তু শেষ থাকে না। তবে এবার এই কৌতূহল আরো এক গুন যেন বাড়িয়ে দিল NASA। নাসার তরফে এমন একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়েছে যা দেখে চমকে গিয়েছেন সকলে। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এরকম ঘটনাও ঘটতে পারে। যেমন পাখির মধ্যে কমল ফুলকে ফুটতে দেখা যায় ঠিক তেমনি রুক্ষ সুখ মরুভূমিতে সবুজে সমাহার নজরে এল নাসার। হ্যাঁ ঠিকই শুনেছেন।
NASA-র ছবি ঘিরে শোরগোল
নাসার তরফের মরুভূমি নিয়ে যে ছবি প্রকাশ করা হয়েছে তা দেখে ইতিমধ্যেই সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাহলে কি ধীরে ধীরে সবুজে পরিণত হচ্ছে সাহারা মরুভূমি? এমনিতেই গ্লোবাল ওয়ার্মিং-এর জেরে বিশ্বের অবস্থা ধীরে ধীরে কাহিল হয়ে যাচ্ছে। বিগত কয়েক বছরে সমগ্র বিশ্বের জলবায়ুর ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এরকম অবস্থায় এবার নতুন করে যেন শিরোনামে উঠে এল সাহারা মরুভূমি। স্বাভাবিকভাবেই রুক্ষ সুক্ষ মরুভূমিতে সবুজর সমাহার দেখে চমকে গিয়েছেন সকলেই।
সবুজে ঢাকছে সাহারা?
এরকম মহাজাগতিক ঘটনার নেপথ্যে ভারী বৃষ্টিপাতকেই দেখছেন বিজ্ঞানীরা। স্পেস এজেন্সি জানিয়েছে, সম্প্রতি একটি স্যাটেলাইট ক্যামেরায় সাহারা মরুভূমিতে বৃষ্টিপাতের ছবি ধরা পড়েছে। শুধু তাই নয়, ছবিতে সাহারার অভ্যন্তরে সবুজের এক ঝলকও দেখা গিয়েছে বলে দাবি করেছে নাসা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ৭ ও ৮ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশে আঘাত হানা ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের পর সাহারায় গাছপালা বেড়ে উঠতে দেখা গেছে। সাহারা মরুভূমিতে ভারী বৃষ্টিপাতের কারণে গাছপালা বেড়ে উঠেছে বলে যে ছবিটি দাবি করা হয়েছে, এগুলো ৭ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে তোলা স্যাটেলাইট ছবি।
মহাকাশ সংস্থা নাসার তরফে শেয়ার করা আপডেট অনুসারে, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং লিবিয়া, যেখানে খুব কমই বৃষ্টি হয়, সেখানে এখন সবুজ চিহ্ন দেখা যাচ্ছে। কলম্বিয়া ক্লাইমেট স্কুলের জলবায়ু গবেষক সিলভিয়া ট্রাজাস্কা বলেন, নদীর তলদেশের মতো নিচু এলাকায় ঝোপঝাড় ও গাছ জন্মাচ্ছে। উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট পিটার ডি মেনোকাল বলেন, যদিও এটি বিরল, তবে আফ্রিকার এই অংশের গাছপালা ভারী বৃষ্টিপাতের ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া নজরে পড়ছে।