দুর্গাপুজোয় সামান্য খরচে গোটা উত্তরবঙ্গ ঘোরাবে NBSTC! প্যাকেজ কত?

Published on:

NBSTC

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আর মাত্র ক’টা দিন বাকি। তার আগেই পুজো ঘিরে তৈরি হয়ে গিয়েছে একাধিক নয়া পরিকল্পনা। নতুন জামাকাপড় থেকে শুরু করে নতুন গল্প, নতুন প্রেম আর অবশ্যই ভ্রমণের নতুন পরিকল্পনা নিয়ে আসে শারদীয়ার এই আনন্দ। আর সেই আনন্দে এবার নতুন মাত্রা যোগ করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সংস্থা (NBSTC)। নিয়ে এসেছে এক নয়া প্যাকেজ।

শারদীয়ার প্যাকেজে দারুণ অফার NBSTC -র

পুজোর আগে পর্যটকদের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সংস্থা বা NBSTC। ভ্রমণপ্রেমী মানুষদের জন্য ‘সবুজের পথে হাতছানি’ প্যাকেজ নিয়ে হাজির হয়েছে এই সন্ধ্যা। যেখানে পাহাড়-ডুয়ার্স থেকে শুরু করে শহরের পুজো পরিক্রমা, সবই দেখা যাবে এই একটি মাত্র প্যাকেজেই। জানা গিয়েছে নতুন এই শারদীয়ার প্যাকেজে যাত্রীরা দার্জিলিং, কালিম্পং, লাভা, লোলেগাঁও, গ্যাংটক, ঝালং, বিন্দু, লাটাগুড়ি, মূর্তি, গোরুমারা, জলদাপাড়া, রাজাভাতখাওয়া, জয়ন্তী-সহ একাধিক জনপ্রিয় গন্তব্য। থাকছে এসি ও নন-এসি দুই ধরনের বাস, যার মধ্যে ১৬ এবং ২৬ সিটের কোচ থাকবে প্রাথমিকভাবে। আর ভাড়া মাত্র ৭০০ থেকে শুরু করে ২৫০০ টাকার মধ্যেই, তাও আবার খাওয়াদাওয়া সহ।

থাকবে পুজো পরিক্রমার সুবিধা

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানালেন, “ডে ট্রিপ, দু’দিন এক রাত কিংবা তিন দিন দুই রাতের প্যাকেজ, সব ধরনের পর্যটকদের জন্যই ভাবা হয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহার থেকে মিলবে এই পরিষেবা। অনলাইন ও অফলাইন, দু’ভাবেই বুকিং করা যাবে।” সবচেয়ে চমকপ্রদক ঘটনা হল, প্যাকেজ শুধুমাত্র মধ্যবয়সীদের জন্য নয়, সিনিয়র সিটিজেনদের জন্যও নিয়ে আসা হয়েছে আরও বড় চমক। জানা গিয়েছে, এবারের পুজোয় শহরের ঠাকুর দেখার জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। চতুর্থী ও পঞ্চমীতে বয়স্কদের কথা মাথায় রেখে শিলিগুড়িতে চালু হচ্ছে পুজো পরিক্রমার স্পেশাল বাস। সন্ধ্যা ছ’টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত বাসে করে শহরের বিভিন্ন নামী মণ্ডপ ঘোরানো হবে তাঁদের।

আরও পড়ুন: গাড়ির ধাক্কায় ভাঙল তারাতলা উড়ালপুলের ‘হাইট বার’!

কীভাবে করবেন বুকিং?

পরিক্রমা সফল করতে NBSTC-র শিলিগুড়ি বাস টার্মিনাসে গিয়ে করা যাবে বুকিং। থাকবে শহর এলাকায় মাইকিং ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার। এক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে পুজোর ক’টা দিন এক নতুন রূপে ধরা দেবে জলপাইগুড়ি ও শিলিগুড়ির দুর্গাপুজো। এছাড়াও আগামী রবিবার থেকে আবারও চালু হচ্ছে শিলিগুড়ি-গ্যাংটক বাস পরিষেবা। সব মিলিয়ে এবারের দুর্গোৎসবে ভ্রমণপ্রেমীদের জন্য একাধিক উপহার নিয়ে হাজির NBSTC।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥