নেই ভিড়, শুধু পরিষ্কার সমুদ্র সৈকত! দীঘাতেই নতুন ‘সি বিচ’, আছে ওয়াটার অ্যাক্টিভিটিও

Published on:

new sea beach neaar digha with no boulders

পার্থ সারথি মান্না, কলকাতাঃ Exclusive: বাঙালির বেড়ানোর কথা উঠলে যে জায়গার কথা সবার আগে উঠে আসে সেটা হল দীঘা (Digha)। সোম থেকে রবি সারা সপ্তাহ সমুদ্র নগরীতে ভিড় থাকে চোখে পড়ার মত। আসলে বাঙালি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র বিচের ধারে বসেই কাটিয়ে দিতে পারে। সেই কারণেই সপ্তাহান্তের ছুটি পেতেই অনেকে দীঘাগামী কোনো ট্রেন কিংবা বাসে চেপে বসেন। তবে আজকে সন্ধান দেব দীঘার একটা নতুন বিচের যেখানে অপেক্ষাকৃত অনেকটাই কম ভিড় চোখে পড়বে।

দীঘার নতুন বিচ

আগেই বলেছি দীঘা সারাবছরই জমজমাট। তাই আপনি যদি প্রিয়জনকে নিয়ে একটি শান্তিতে সময় কাটাতে চান বা স্নান করতে চান তাহলে সেটা বেশ মুশকিল হয়ে যায়। তবে এবার আর সেটা হবে না কারণ, আজ যে সমুদ্র সৈকতের খোঁজ দেব সেখানে অপেক্ষাকৃত অনেক কম লোকেরই যাতায়াত রয়েছে। তাছাড়া নতুন তৈরী হওয়ায় এখনও ভিড় অনেকটাই কম। ভাবছেন কোথায় রয়েছে এমন বিচ? সেটা হল দীঘার ব্যারিস্টার কলোনি থেকে ৫-৭ মিনিট দূরেই রয়েছে এই নতুন বিচ। ওল্ড দিঘার ঠিক পাশেই রয়েছে ব্যারিস্টার কলোনি। সেখান থেকে মোহনার দিকে যে রাস্তা যাচ্ছে সেটা ধরে ৫ মিনিট হেঁটে গেলেই দেখতে পাবেন নতুন বিচটিকে। যেখানে বসার জায়গা বানানো রয়েছে, আর ঠিক তার পাশ দিয়েই নেমেছে বিচে যাওয়ার রাস্তা।

পরিষ্কার বিচের সাথে থাকছে ওয়াটার অ্যাক্টিভিটি

যারা ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা গিয়ে একঘেয়ে হয়ে গিয়েছেন, তারা কিন্তু অবশ্যই এই নতুন বিচ ঘুরে দেখতেই পারেন। ঠিক পুরীর সমুদ্র সৈকতের মত বিস্তীর্ণ বালির পরিষ্কার এই বিচে পর্যটকদের ভিড় অনেকটাই কম। তবে এখানে ছোটখাটো খাওয়া দেওয়ার দোকান থেকে শুরু করে ওয়াটার অ্যাকটিভিটি সবই রয়েছে।

আরও পড়ুনঃ পোস্ট অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কিভাবে করবেন আবেদন? দেখে নিন পদ্ধতি

প্রসঙ্গত, দীঘা গেলে অনেকেই আশেপাশের জায়গাগুলিও একটু ঘুরে দেখতে চান। বিশেষ করে যদি প্রাইভেট গাড়িতে যান তাহলে অনেকটাই সুবিধা হয় আশেপাশের লোকেশন যেমন মন্দারমণি, তালসারি, তাজপুর ইত্যাদি দেখে নিতে। এক্ষেত্রেও রয়েছে একটি সুখবর। আগামী দিনে যাতে দীঘা থেকে তালসারি যাওয়া আরো সহজ হয় তার জন্য নতুন রাস্তা তৈরী করা হচ্ছে। যেটা সম্পূর্ণ হয়ে গেলে দীঘা থেকে তালসারি ও উদয়পুর চলে যাওয়া যাবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥