দীর্ঘতম ৩৭৪৫ কিমি, ক্ষুদ্রতম মাত্র ৫ কিমি! ভারতের সবথেকে ছোট জাতীয় সড়ক রয়েছে বাংলার পাশেই

Published on:

national highway india

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই ভারতের সড়ক ব্যবস্থায় একের পর এক যুগান্তকারী পরিবর্তন আসছে। বর্তমানে বিভিন্ন রাজ্য সড়ক, জাতীয় সড়ক ও মহাসড়কের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া একপ্রকার জলভাতের সমান হয়ে দাঁড়িয়েছে। আজকের এই আর্টিকেলে আপনাদের এমন একটি সড়ক সম্পর্কে তথ্য দেব যেটি সম্পর্কে জানলে চমকে উঠবেন আপনিও। আপনি কি জানেন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

WhatsApp Community Join Now

উত্তর হল NH 44। এই NH44 এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানলে আপনারও চোখ বড় হয়ে যেতে পারে বৈকি। আসলে NH 44 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। এটি পুরাতন NH 7 নামেও পরিচিত। এটি পুরো ৩,৭৪৫ কিলোমিটার (২,৩২৭ মাইল) প্রসারিত, জম্মু ও কাশ্মীরের উত্তর প্রান্তে শ্রীনগরকে ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী পর্যন্ত সংযুক্ত করেছে।

মাল্টি-স্টেট হাইওয়ে

এনএইচ ৪৪ মোট ১১টি ভারতীয় রাজ্যকে অতিক্রম করে, যা এটিকে দেশের বিশালতা এবং বৈচিত্র্যের সত্যিকারের প্রমাণ দেয়। এই জাতীয় সড়কটি জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্য দিয়ে গেছে।

এনএইচ ৪৪ আগ্রা, দিল্লি, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্য দিয়ে গেছে। এনএইচ ৪৪ নামকরণের আগে, এই মহাসড়কটি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত ছিল। পূর্বের কয়েকটি নামের মধ্যে রয়েছে এনএইচ ১এ, এনএইচ ১, এনএইচ ২, এনএইচ ৩, এনএইচ ৭৫, এনএইচ ২৬ এবং এনএইচ ৭।

অর্থনৈতিক করিডোর

এনএইচ৪৪ ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সারা দেশে পণ্য ও পরিষেবাদি পরিবহনের জন্য একটি প্রধান পরিবাহী হিসাবে কাজ করছে বছরের পর বছর ধরে। কৃষি কেন্দ্র, শিল্প কেন্দ্র এবং প্রধান বন্দরগুলিকে সংযুক্ত করে এই NH 44।

ভারতের সবথেকে ছোট জাতীয় সড়ক কোনটি?

এখন নিশ্চয়ই ভাবছেন যে ভারতের সবথেকে ছোট হাইওয়ে কোনটি? তাহলে জানিয়ে রাখি, NH548 ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক, যা NH118 এর সমান দৈর্ঘ্য। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কটি মাত্র ৫ কিলোমিটার দীর্ঘ, যা মহারাষ্ট্র ও কর্ণাটকে রয়েছে। এর উত্তর প্রান্তটি কালাম্বোলি এবং দক্ষিণ প্রান্তটি নবি মুম্বাইয়ের সাথে সংযুক্ত। একই সময়ে, জাতীয় সড়ক ১১৮ ঝাড়খণ্ডে উপস্থিত রয়েছে, যা অসম্বানিকে জামশেদপুরের সাথে সংযুক্ত করে।

সঙ্গে থাকুন ➥
X