শ্বেতা মিত্র, কলকাতাঃ দীপাবলি আসছে। আর উৎসবের মরসুমে সকলেরই পায়ের তলায় যেন সর্ষে ফুল গজিয়ে উঠেছে। সকলেই কমবেশি চাইছেন কাছে পিঠে কোথাও ঘুরে আসতে। অনেকেই আছেন যারা বিদেশে ঘুরতে যাচ্ছেন তো আবার অনেকেই আছেন যারা ভারতের মধ্যেই কোথাও ঘুরতে যাচ্ছেন। তবে আপনিও কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে কোনো অফবিট জায়গার খোঁজ করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের এমন একটি জায়গা সম্পর্কে খোঁজ দেওয়া হবে যেখানে গেলে আপনি মলদ্বীপ কিংবা যে কোনও বিদেশ ভুলে যাবেন।
মলদ্বীপ অতীত, ঘুরে আসুন এই জায়গা থেকে
বিগত কয়েক মাস ধরে মলদ্বীপ ও ভারতের মধ্যেকার সম্পর্ক রীতিমতো তলা নিতে গিয়ে ঠেকেছে। যদিও মলদ্বীপ এখন প্রাণপনে চেষ্টা করছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার। এদিকে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে খারাপ হওয়া জেরে মলদ্বীপের অর্থনৈতিক ব্যবস্থার রীতিমতো ভেঙে পড়েছে। সেখানে হু হু করে পর্যটক সংখ্যা কমতে শুরু করেছে। একদিকে যখন ভারতীয়দের ভিড়ে মলদ্বীপ থিক থিক করত কিন্তু এখন সেই ছবি দেখা যাচ্ছে না। বর্তমানে মলদ্বীপ ছেড়ে এখন ভারতীয়দের মন অন্য একটি দেশে গিয়ে ঠেকেছে। সেখানে বিগত কয়েক মাসে ভারতীয় পর্যটক-এর সংখ্যা হু হু করে বেড়েছে যা মলদ্বীপের কাছে যথেষ্ট ধাক্কার সমান। এখন নিশ্চয়ই ভাবছেন কোন দেশের কথা বলা হচ্ছে? তাহলে জানিয়ে রাখি, সেই দেশের নাম হল সিঙ্গাপুর।
সিঙ্গাপুরে রেকর্ড ভিড় ভারতীয়দের
মলদ্বীপ ছেড়ে ভারতীয়দের মন এখন সিঙ্গাপুরে মজেছে বলে মনে করা হচ্ছে। সিঙ্গাপুরে ভারতীয় পর্যটকের সংখ্যা রেকর্ড বৃদ্ধি পেয়েছে। চলতি ক্যালেন্ডার বছরের প্রথম নয় মাসে ১৩ শতাংশ বেড়ে হয়েছে ৮ লাখ ৯৮ হাজার ১৮০ জনে। আর এমনই তথ্য পেশ করে সকলকে চমকে দিয়েছে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড (এসটিবি)। ইন্দোনেশিয়া ও চিনের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পর সিঙ্গাপুরে এখন সবচেয়ে বেশি পর্যটক আসে ভারত থেকে। অরচার্ড রোড বিজনেস অ্যাসোসিয়েশন (ওআরবিএ) আয়োজিত একটি অনুষ্ঠানের ফাঁকে এসটিবির মুখপাত্র সংবাদবলেন, ২০২৩ সালে ১০ লক্ষেরও বেশি ভারতীয় পর্যটক সিঙ্গাপুরে গিয়েছিলেন। চলতি বছরের প্রথম নয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর ভারতীয় পর্যটকের সংখ্যা ১৩ শতাংশ বেড়ে ৮ লাখ ৯৮ হাজার ১৮০ জনে পৌঁছেছে।
এদিকে, শিল্প পর্যবেক্ষকরা সিঙ্গাপুরের আন্তর্জাতিক পর্যটন বাজার বজায় রাখার দিকে মনোনিবেশ করার উপর জোর দিয়েছেন। বছরের শেষের ছুটিতে ভারতীয় পর্যটকদের কাছে সিঙ্গাপুর একটি প্রধান গন্তব্য হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।