সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের ধনী ব্যক্তিদের (Richest Family in the World) নাম উঠলে নিশ্চয়ই এলন মাস্ক, বিল গেটস, জেফ বেজোস, মুকেশ আম্বানি, এদের নাম মাথায় আসে! তবে আপনি কি জানেন, এদের সবার থেকেও বেশি সম্পত্তির মালিক এক রাজপরিবার, যাদের নিয়ে খুব একটা আলোচনা হয় না! হ্যাঁ, এরা হলেন সৌদি আরবের রাজ পরিবার হাউজ অফ সৌদ। এককথায় বলা চলে, বিশ্বের সবথেকে ধনী পরিবার এরা। তাদের সম্পদের পরিমাণ শুনলে চক্ষু চড়ক গাছে উঠবে।
রয়েছে 1.4 ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য
সৌদি রাজপরিবার শুধু সামান্য কোনও রাজবংশ নয়, বরং এটি এক মহা সাম্রাজ্য। হ্যাঁ, আনুমানিক 1.4 ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক এই পরিবার, যা ভারতীয় মুদ্রায় প্রায়115 লক্ষ কোটি টাকা, যা এলন মাস্ক এবং জেফ বেজোসের মোট সম্পদের থেকেও কয়েক গুণ বেশি। যেখানে এলন মাস্কের মোট সম্পত্তি 396 বিলিয়ন মার্কিন ডলার এবং জেফ বেজোসের 244 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে হাউজ অফ সৌদের সম্পদ তাদের থেকে কয়েক গুণ বেশি।
শুরুটা হয়েছিল তেল থেকেই
বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, সৌদি রাজ পরিবারের সম্পদের মূল ভিত্তি তেল। সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ, একথা সবাই জানে। এই দেশের জাতীয় তেল সংস্থা Saudi Aramco বিশ্বের সবথেকে বড় লাভজনক কোম্পানি। আর এই সংস্থার মাধ্যমেই বিশাল আয় করে নিয়েছিল এই রাজ পরিবার। তবে শুধু তেল নয়, তাদের বিনিয়োগে রয়েছে প্রযুক্তি, প্রাইভেট এন্টারপ্রাইজ এবং বিলাসবহুল হোটেল।
জানিয়ে রাখি, সৌদি রাজপরিবার যে শুধুমাত্র ধনী, তা নয়। তাদের জীবনযাত্রাও বিলাসবহুল। ব্যক্তিগত জেট থেকে শুরু করে সোনার প্রলেপ দেওয়া গাড়ি, বিলাসবহুল রাজপ্রাসাদ, কোটি কোটি ডলারের শিল্পকর্ম, সবই রয়েছে তাদের সম্পত্তির অংশ হিসাবে। এমনকি তাদের কাছে বিশেষ সবথেকে বড় প্রাইভেট জেটটি রয়েছে। পাশাপাশি রাজ পরিবারের সদস্যদের গ্যারেজে রয়েছে সোনার রোলস-রয়েস ও ল্যাম্বোরগিনির মতো বিলাসবহুল গাড়ি।
আরও পড়ুনঃ বিশ্বের এই ১০ দেশে পুরুষের থেকে নারীদের সংখ্যা বেশি
পরিবারে রয়েছে 15,000 সদস্য
জানিয়ে রাখি, হাউস অফ সৌদের সদস্য সংখ্যা প্রায় 15,000 হলেও প্রকৃত ক্ষমতা বা সম্পদের দখল রয়েছে মাত্র 2000 ঘনিষ্ঠ আত্মীয়র হাতে। বর্তমানে রাজার নাম সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ, যিনি 2015 সালে সিংহাসনে বসেছিলেন। পাশাপাশি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 2017 সাল থেকে কেন্দ্রীয় ক্ষমতায় রয়েছে। আর তিনিই সৌদি আরবের ভবিষ্যৎ রূপান্তরের নায়ক হিসেবে নেট দুনিয়ায় বেশ পরিচিত।
এদিকে অনেকেই ভাবেন যে, ব্রিটিশ রাজ পরিবারই হয়তো পৃথিবীর সবথেকে ধনী বা শক্তিশালী রাজবংশ। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। কারণ, রাজা চার্লস বা প্রয়াত রানী এলিজাবেথের সম্পদ সৌদি রাজাদের ধারেকাছেও নেই। ব্রিটিশ রাজবংশের মূলধন যেখানে রাজপ্রাসাদ, জমি বা ঐতিহ্যবাহী সম্পত্তির মধ্যেই সীমাবদ্ধ, সেখানে হাউজ অফ সৌদ একটি গোটা ব্যবসায়িক সাম্রাজ্য চালিয়ে বেড়ায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |