সপ্তাহান্তের ছুটিতে অ্যাডভেঞ্চার চান? রইল কলকাতার কাছেই নদী-জঙ্গলে ঘেরা অফবিট লোকেশনের হদিশ

Published on:

offbeat destination near kolkata you can visit on one day trip

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বছর শেষে ঘুরতে যাওয়ার জন্য ছটফট করছে মন, অথচ কোথায় যাবেন ঠিক করে উঠতে পারছেন না? চিন্তা নেই, আজকের প্রতিবেদনে আপনাদের এমন এক জায়গার খোঁজ দেব যেটা অ্যাডভেঞ্চার প্রেমীদের পছন্দ হবেই হবে। বিশেষ করে যারা ভিড়ভাট্টা থেকে একটু দূরে অফবিট জায়গা খোঁজেন তাদের জন্য এটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কলকাতার কাছেই গা ছমছমে অফবিট ডেস্টিনেশন

হ্যাঁ ঠিকই দেখছেন, গা ছমছমে পরিবেশ! কলকাতা থেকে মাত্র ১১০ কিমি দূরে ইছামতি নদীর তীরে রয়েছে মঙ্গলগঞ্জ। শহুরে ব্যস্ততা থেকে নিজেকে রিফ্রেশ করতে হলে নদী আর জঙ্গলে ঘেরা এই জায়গাটা একবার ট্রাই করে দেখতেই পারেন। দেখে নিতে পারেন নীলকুঠি, যেটা ভৌতিক বলেও পরিচিত। অবশ্য সাথে গ্রাম্য প্রকৃতিও থাকবে দেখার মত।

কিভাবে পৌঁছাবেন মঙ্গলগঞ্জ?

কলকাতা থেকে প্রাইভেট গাড়িতে সোজা চলে আসতে পারেন মঙ্গলগঞ্জ। অথবা ছিলে ট্রেনে বনগাঁ এসে সেখান থেকেও গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যাবে মঙ্গলগঞ্জে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মঙ্গলগঞ্জে কি কি দেখবেন?

এখন অনেকের মনেই প্রশ্ন পৌঁছানোর পর কি কি আছে দেখার মত? উত্তর হল অনেক। শুরুতেই বলি, রাস্তায় যাওয়ার পথেই চারিদিকে ধান ক্ষেত আর সবুজ প্রকৃতি দেখতে পাবেন। এরপর কাটা সাহেবের নীলকুঠি থেকে শুরু করে পারমাদন জঙ্গল। চাইলে জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা ইছামতি নদীতে নৌকায় করে একটা ট্রিপ করে নিতেই পারেন, যেটা চির স্মরণীয় হয়ে থাকবে। আর রাতের বেলা দেখতে পাবেন জঙ্গলের মাঝে জোনাকির আলোর খেলা।

থাকা ও খাওয়া

এবার আসা যাক থাকা খাওয়ার প্রসঙ্গ। আপনি যদি মঙ্গলগঞ্জে একদিনের জন্য থাকতে চান তাহলে সেখানে নদীর ধারেই কটেজ ও তাঁবু রয়েছে। সেখানে বুকিং করে নিতে পারেন। কটেজগুলিতে থাকা খাওয়া সহ জনপ্রতি খরচ ১২০০ টাকা থেকে শুরু। এছাড়া কাছেই রয়েছে ব্যাকপ্যাকার্স ক্যাম্প সেখানেও থাকার ব্যবস্থা করা যেতেই পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group