সহেলি মিত্র, কলকাতাঃ কাশ্মীরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড়, ডাল লেক, পহেলগাম-গুলমার্গের মতো অসংখ্য কিছু সুন্দর ল্যান্ডস্কেপ। কিন্তু অনেকের কাছে এই কাশ্মীর যাওয়া স্বপ্নের সমান। এখানে যাওয়ার খরচ অনেকটাই, ছোটখাটো বিদেশ ভ্রমণ হয়ে যাবে সেই টাকায়। এদিকে শীত আসছে, আর এই সময়ে সবদিকের আবহাওয়া মনোরম থাকবে। আপনারও কি এই সময়ে কম বাজেটে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে? তাহলে আপনিও ঘুরে আসতে পারেন বাংলার বুকে থাকা এই ‘মিনি কাশ্মীর’ (Mini Kashmir Of Bengal) থেকে।
ঘুরে আসুন বাংলার ‘মিনি কাশ্মীর’ থেকে
আপনি জানলে অবাক হবেন, বাংলার বুকেই রয়েছে ‘মিনি কাশ্মীর’ যেখানে গেলে আপনি কাশ্মীর না হোক, কিন্তু এমন কিছু সুন্দর দৃশ্য দেখতে পারবেন যা আপনি চাইলেও মাথা থেকে বের করতে পারবেন না। এখানে আপনি ডাল লেকের মতো সুন্দর এক লেক, যেখানে নৌকো ঘুরে বেড়াচ্ছে, যাতে করে আপনি অনায়াসেই নৌকাবিহার করতে পারবেন। আবার রয়েছে পাহাড়, জঙ্গল, ঝর্ণা ও আরও কত কী। আজ কথা হচ্ছে তালবেরিয়া লেক নিয়ে।
সুন্দরে ভরপুর তালবেরিয়া লেক
নিশ্চয়ই ভাবছেন যে এই তালবেরিয়া লেক আবার কোথায় অবস্থিত? তাহলে এর জন্য আপনাকে ঢুঁ মারতে হবে বাঁকুড়ার ঝিলিমিলিতে। এখানকার ল্যান্ডস্কেপ আপনার মন ছুঁয়ে যাবে। এখানে যে একবার গিয়েছে সে বারবার ছুটে গিয়েছে। তালবেরিয়া লেক-এর সৌন্দর্য্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়! এই লেক এ সূর্যাস্তের সময় এক আলাদাই নৈসর্গিক সৌন্দর্যের সৃষ্টি হয়, অবশ্যই ঘুরে দেখতে পারেন এই লেকটি। আর হ্যাঁ অবশ্যই বোটরাইড টা একদম মিস করবেন না কোনওভাবে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নয়, রাজ্যের বাইরে রয়েছে বিদ্যাসাগরের নামে স্টেশন, নাম লেখা বাংলায়
কীভাবে পৌঁছাবেন?
আপনি কলকাতা থেকে ঝিলিমিলি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। কলকাতা থেকে ঝিলিমিলির দূরত্ব ২৪০ কিমি। আর সময় লাগবে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা। সড়কপথে আপনি খড়গপুর – লোধাসুলি – বেলপাহাড়ি হয়ে আসতে পারেন ঝিলিমিলি। এখানে আপনি বেশ কিছু রিসর্টও পেয়ে যাবেন। যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই ঘুরে দেখতে পারেন সুতান ফরেস্ট, মুকুটমনিপুর, লালজল হিল, কাঁকড়াঝোড়।