সহেলি মিত্র, কলকাতাঃ মাতলা নদীর নাম জানেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আপনি কি জানেন যে মাতলা নামের রেল স্টেশন রয়েছে শিয়ালদা বিভাগে? জানলে অবাক হবেন, একটি সুন্দর স্টেশন তৈরি হয়ে তো রয়েছে বটে, এখানে ট্রেনও দাঁড়ায়, কিন্তু নেই কোনও যাত্রী। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই স্টেশনটির ওপর দিয়ে যাতায়াত করেন শুধু স্থানীয় কিছু মানুষজন। এখন প্রশ্ন, কবে এই স্টেশনে ট্রেন থামবে? কবে ঘুচবে সাধারণ মানুষের হয়রানি?
মাতলা স্টেশন
মাতলা স্টেশনটি (Matla Halt) সদ্য তৈরি হয়েছে। এটি শিয়ালদা-ক্যানিং শাখায় অবস্থিত। স্টেশনটি একনজরে দেখলে আপনারও চোখ জুরিয়ে যাবে বটে। মাতলা স্টেশনটি একটি ফাঁকা মাঠের ওপর রয়েছে। স্টেশনটি দু বছর আগে উদ্বোধন হয়েছিল। এই মাতলা স্টেশনের চারিদিকে আপনি কোনও জনবসতি খুঁজে পাবেন না। বলা হয়, একটা সময় এই স্টেশনের কাছেই একদম ছিল মাতলা নদী। কিন্তু সেই নদী ধীরে ধীরে সরে যায়। ফলে এই স্টেশনতিও নিজের গুরুত্ব হারাতে থাকে। যদিও বিষয়টির সত্যটা যাচাই করেনি Indiahood.in.
শান্ত প্রকৃতির মাঝে থাকা এই স্টেশনটিকে দেখলে আপনারও চোখ ধাঁধিয়ে যাবে। স্টেশনের শুরুতেই রয়েছে ওভারব্রিজ। এই স্টেশনে আশেপাশের বহু মানুষ বিকেলে সুন্দর একটা সময় কাটাতে আসেন। বলা হয়, স্টেশনটিতে দিনে আপডাউন মিলিয়ে মাত্র ৮টি ট্রেন দাঁড়ায়। স্টেশনটি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে অনেকটাই দূরে একদম সুন্দর ও শান্ত প্রকৃতির মধ্যে অবস্থিত। যারা প্রকৃতি ভালোবাসেন, প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে ইচ্ছুক তাঁদের কাছে এই জায়গা একদম পারফেক্ট।
আরও পড়ুনঃ এক ট্রেনেই হাওড়া থেকে মিজোরাম, জুলাইতেই হতে চলেছে বিরাট কাজ, সুখবর দিল রেল
বাংলার এক যাত্রীবিহীন স্টেশনের গল্প
একটি স্টেশনের মধ্যে যা যা জিনিস থাকা দরকার যেমন যাত্রীদের বসার জন্য জায়গা, শেড, জলের ব্যবস্থা সবই আছে। কিন্তু শুধুই যাত্রীইই নেই। স্থানীয়দের বক্তব্য, স্টেশন চালু হওয়া থেকে শুরু করে যতগুলি ট্রেন যায় এর ফলে সুবিধা হয়েছে অনেকের। তবে আর একটু বেশি যদি ট্রেন পরিষেবা মিলত তাহলে সুবিধা আরও দ্বিগুণ হয়ে যেত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |