সহেলি মিত্র, কলকাতাঃ গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু অজানা ইতিহাস, গল্প। গুগল বা ইন্টারনেট দুনিয়ার সৌজন্যে এখন আমরা অনেক বিষয়েই অবগত। তবুও এই প্রাচুর্যের সম্ভারে ইতিউতি মণিমুক্ত এখনও ছড়িয়ে রয়েছে আমাদের অগোচরে। তেমনই এক অজানা তথ্য লুকিয়ে রয়েছে বীরভূম (Birbhum) জেলার এক গ্রামে। এই গ্রামে রয়েছে মাত্র তিনটি বাড়ি। আর মাত্র এই তিনটি বাড়ি নিয়েই তৈরি হয়েছে আস্ত গ্রাম। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আজকের এই আর্টিকেলে আপনাদের এই বিষয় নিয়ে কিছু তথ্য দেব।
বীরভূমে রয়েছে তিনটি বাড়ি নিয়ে একটি গ্রাম
সিউড়ি থেকে একটু অদূরে পাথরচাপড়ি যাওয়ার পথে রয়েছে ঘন জঙ্গল। এখানেই রয়েছে চাঁদপুর নামের একটি গ্রাম, যেখানে রয়েছে মাত্র তিনটি বাড়ি। এই গ্রামটি সিউড়ি ১ ব্লকের নগরী পঞ্চায়েতে অবস্থিত যা সিউড়ি থেকে মাত্র ১২ কিমি দূরে। এখানে যেন প্রকৃতি নিজের সৌন্দর্য পুরো উজাড় করে দিয়েছে। এখানে আপনি কোনও কোলাহল, গাড়ি ঘোরার আওয়াজ খুব একটা পাবেন না। এই গ্রামে আপনি শুধু পাবেন একটু উষ্ণতা এবং অপার শান্তি।
আপনি আরও জানলে অবাক হবেন, এই তিনটি বাড়ির মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি শতাব্দী প্রাচীন মাটির মসজিদ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই গ্রামে সকলের জীবন যেন একটু থেমে চলে সকলের। তবে তাতে কী আর ক্ষতির। অর্থ, যশের পেছনে সারাক্ষণ দৌড়ানোর থেকে এই অপার শান্তিই অনেক ভালো সকলের কাছে।
প্রতিটি ঘর যেন নিজের এক আলাদাই গল্প বলছে। আজ ২০২৫ সালে দাঁড়িয়েও মানুষ কীভাবে গ্রাম বাংলার সেই চিরাচরিত সরলতা নিয়ে মানুষ কীভাবে বসবাস করছেন, তা আপনি এই চাপবড় গ্রামে গেলে বুঝতে পারবেন। হাতে একদিনের ছুটি থাকলে আপনিও এখান থেকে ঘুরে আসতে