শ্বেতা মিত্রঃ দোষ, গুণ বিচার মিলিয়ে মানুষ। এই কথাটা কমবেশি আমরা সকলেই ছোট থেকে জেনে আসছি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার বসার ধরণ আপনি কেমন মানুষ সে সম্পর্কে গোপন তথ্য ফাঁস হবে? শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আজকের এই প্রতিবেদনে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। আপনিও কি কারোর বসার ধরন দেখে উক্ত ব্যক্তিটির চরিত্র কেমন সেটা জানতে আগ্রহী? তাহলে সেটা জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
হাঁটু সোজা করে বসা
আপনি যদি কাউকে হাঁটু সোজা করে বসতে দেখেন তাহলে বুঝবেন সেও ব্যক্তি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী। নিজের সম্পর্কে সব সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন। এই ধরনের লোকেরা সাধারণত বুদ্ধিমান, যুক্তিবাদী হয়েছে থাকেন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। কখনও কারও পিঠ পিছু পিছনে কথা বলেন না। কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে কীভাবে হয় সেটা জানেন।
পায়ের ওপর পা তুলে বসা
অনেকেই আছেন যারা কিনা পায়ের ওপর পা তুলে বসে থাকেন। এই ধরণের বসার ধরণ কোনো মানুষের সৃজনশীলতা অন্যদের চেয়ে বেশি সেটার প্রমাণ দেয়। যাঁরা এভাবে বসেন, তাঁরা খুব কল্পনাপ্রবণ হন। এছাড়া বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন। রক্ষণাত্মক মনোভাব প্রকাশ করে। নিজেকে সব সময় অন্যদের থেকে গুটিয়ে রাখতে পছন্দ করেন।
হাঁটু আলাদা করে বসা
কাউকে যদি এরকম ভঙ্গিতে বসে থাকতে দেখেন তাহলে বুঝবেন এই আত্মকেন্দ্রিক, অভিমানী, সমালোচনামূলক, কম মনোযোগী এবং দ্রুত বিরক্ত হয়ে যান। বিভিন্ন মানুষের ওপর সমীক্ষা চালিয়ে অন্তত তেমনটাই জানতে পেরেছেন বিশেষজ্ঞরা। কিছু সংখ্যাক মানুষ আবার স্বার্থপরও হতে পারেন। এই ধরনের মানুষেরা মনে করেন যে, তাঁরা বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলছেন। যদিও এই ধরণের মানুষের আচরণ শিশুসুলভ হয়।
হাঁটুর উপর গোড়ালি রেখে বসা
যারা এভাবে বসেন তাঁরা খুবই আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী মনোভাবকে প্রতিফলিত করে। এইভাবে যাঁরা বসেন, তাঁরা লক্ষ্য অর্জন না করা পর্যন্ত বিচক্ষণতার সঙ্গে কাজ করে যান। নিজে যেটা ভালো বোঝেন সেটাই করেন।
অ্যাঙ্কল ক্রসড
অ্যাঙ্কল ক্রসডভাবে যে ব্যক্তি বসেন বুঝে নিতে হবে সেই ব্যক্তি খুবই বিলাসবহুল জীবনযাপন করেন। এই ধরণের মানুষ খুবই আত্মবিশ্বাসী জন সেইসঙ্গে নিজের চারিপাশের সবাইকে আত্মবিশ্বাসী করে তোলার ক্ষমতা রাখেন। কঠোর পরিশ্রম করেন। সহজে গোপন কথা ফাঁস করেন না।