বিজয়া দশমীতে এভাবে করুন প্রিয়জনকে উইশ! রইল মন ছুঁয়ে যাওয়া ৩০টি শুভেচ্ছা বার্তা

Published:

Shubho Bijaya 2025 Wishes
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দেখতে দেখতেই অন্তিম পর্যায়ে চলে আসলো এবছরের দুর্গাপুজো। আজ নবমী, আর হাতে মাত্র একটা দিন। তারপরেই বাঙালির প্রিয় উৎসব শারদোৎসবের বিজয়া দশমী। তবে মা দুর্গাকে বিদায় জানানো, পরিবারের সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া আর প্রিয়জনের শুভেচ্ছা বার্তা (Shubho Bijoya Dashami 2025 Wishes) জানানোর জন্য এই দিনটি বাঙালি জাতির কাছে বিশেষ জনপ্রিয়।

এই বিজয়া দশমীর দিন বড়রা ছোটদেরকে আশীর্বাদ দেন এবং ছোটরা বড়দেরকে প্রণাম করে ও ভালোবাসা জানায়। এছাড়া প্রিয়জনদেরকে শুভেচ্ছা বার্তাও জানাতে হয়। আজকের প্রতিবেদনে এরকম কিছু শুভেচ্ছা বার্তা তুলে ধরব, যেগুলি প্রিয়জনকে শোনালে তাদের মন আনন্দে আপ্লুত হয়ে উঠবে।

আরও পড়ুনঃ স্বাধীন ভারতে প্রথম! RSS এর শতবর্ষে ১০০ টাকার কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

এভাবে জানান বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা

১) শুভ বিজয়ার ভালোবাসা এবং প্রণাম নেবেন। ছোটদের ভালোবাসা রইল। আগামী দিনগুলি মায়ের আশীর্বাদে যেন আরও সুন্দর হয়ে ওঠে।

২) মা আবারও ফিরে আসবে ঘরে সুখ-শান্তি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয়া।

৩) দেখতে দেখতেই চলে আসলো বিজয়া দশমী। আজ মাকে বিদায় জানানোর পালা। কিন্তু একইসঙ্গে আবারও অপেক্ষা শুরু করতে হবে একটা বছরের। শুভ বিজয়া।

৪) বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। পরিবারের সকলে যেন সুস্থ থাকে, আনন্দে থাকে। আগামী দিনগুলি হাসি, ঠাট্টা, সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ বিজয়া।

৫) আজ বিজয়া দশমীর সিঁদুর খেলা, মায়ের এবার ফেরার পালা। শুভ বিজয়া, সকলে ভালো থাকবেন।

৬) ঢাকে পড়ল কাঠি, পুজো কাটল জমজমাটী। শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন।

৭) মা দুর্গা সকলের মঙ্গল করুক। শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

৮) সুখ-দুঃখ মিশে যাক এই দিনটির সাথে। শুভ বিজয়া।

৯) শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা। আশা করি মা দুর্গা আপনাকে আরও আশীর্বাদ করবেন এবং সারা বছর সুখে শান্তিতে কাটবে।

১০) আপনার সব স্বপ্ন পূরণ হোক। ভবিষ্যৎ উজ্জ্বল হোক। মায়ের বিদায়ের বেলায় মুখে মিষ্টি হাসি আর পরিবারের সকলের মঙ্গল কামনা করি। বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

১১) মা দুর্গার আশীর্বাদ আজ এবং সবসময় আপনার সঙ্গে থাকবে। শুভ বিজয়া।

১২) বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই শুভ দিনটি আপনার জীবনে আনন্দ-সমৃদ্ধি বয়ে আনুক।

১৩) উৎসবের শেষ বেলায় এবার মায়ের যাওয়ার পালা। চোখের জলে বিদায় মাকে। আসছে বছর আবারও হবে। শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন।

১৪) শেষ হয়েছে সিঁদুর খেলা। মায়ের এবার কৈলাসে ফেরার পালা। হাসিমুখে সবাই জানান মায়ের বিদায়। আসছে বছর আবারও হবে। শুভ বিজয়া।

১৫) আজ অশুভ শক্তি জয় পালন করার দিন। চলুন সবাই মিলে একসঙ্গে শুভ শক্তির মধ্য দিয়েই নতুন জীবনের সূচনা করি। শুভ বিজয়ার শুভেচ্ছা।

১৬) এই শুভ দিনটি আনন্দ এবং স্মৃতিতে বিজড়িত থাকুক। শুভ বিজয়া।

১৭) মা এবার যাওয়ার সাজে। বিসর্জনের বাজনা বাজে। শুভ বিজয়া। সকলে ভাল থাকবেন।

১৮) আজ মায়ের উদযাপনের সময়। অশুভ শক্তি দমন করার সময়। চলুন সবাই একসঙ্গে মিষ্টিমুখে মায়ের বিদায় উৎসব পালন করি। শুভ বিজয়া।

১৯) আমার তরফ থেকে আপনার পরিবারের সদস্যদের এবং আত্মীয়-স্বজনদের শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। মায়ের কৃপায় পরিবার সুখ শান্তিতে ভরে উঠুক।

২০) মা দুর্গা সকলের পরিবারকেই মঙ্গল করুক। শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন।

২১) বিজয়ার দিন মায়ের কাছে প্রার্থনা করব, যাতে আপনার জীবনে সুখ এবং সাফল্য ভরে ওঠে। প্রতিবছর এইভাবে আপনার এবং আপনার পরিবারের সঙ্গে বিজয়া দশমীর শুভ দিনটিকে পালন করতে চাই। শুভ বিজয়া।

২২) আজকের এই উৎসবের দিনে আপনার জীবন থেকে সব অন্ধকার মুছে আলোয় ভরে উঠুক। বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই।

২৩) শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি এই দিনটি সুখ এবং আনন্দে ভরে উঠবে।

২৪) শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানাই।

২৫) মা দুর্গা, তুমি সবার পরিবারে সুখের খবর নিয়ে এসো। শান্তি-সম্প্রীতি সবার হৃদয়ে ভরিয়ে দাও। শুভ বিজয়া উপলক্ষে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন।

২৬) সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। আনন্দময় হোক এই বিশেষ দিনটি। শুভ বিজয়ার শুভেচ্ছা।

২৭) মা দুর্গা আপনার জীবনে শান্তি, সুস্বাস্থ্য এবং সাফল্য বর্ষণ করুক। শুভ বিজয়া দশমী।

আরও পড়ুনঃ Arattai অ্যাপ দিয়েই পাঠানো যাবে টাকা, আসছে UPI পেমেন্ট ফিচার

২৮) দশমীর এই সিঁদুর খেলায় আজ মায়ের ফেরার পালা। আসছে বছর আবারও হবে। মা এসো আমাদের ঘরে ঘরে। শুভ বিজয়া দশমী।

২৯) আসছে বছর আবারও এসো মা। সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

৩০) মা দুর্গার কৃপায় আপনার বাড়িতে শান্তি এবং সম্প্রীতি ফিরে আসুক। শুভ বিজয়া দশমী। গোটা জীবন আনন্দে কাটান।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join