কয়েক সেকেন্ডে হেঁটেই পৌঁছনো যায়, ভারতের সবথেকে কম দূরত্বের স্টেশন রয়েছে বাংলাতেই

Published on:

lake gardens station

শ্বেতা মিত্র, কলকাতাঃ ভারতে ট্রেন পরিষেবার ওপর সবথেকে বেশি ভরসা করেন মানুষ।  বিশেষ করে দীর্ঘ দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে রেলপথকেই প্রথম অগ্রাধিকার দেওয়া হয়। এতে স্বল্প সময়ে স্বল্প মূল্যে দীর্ঘ দূরত্বের ভ্রমণের সুবিধা পাওয়া যায়। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ স্বাচ্ছন্দ্যে এই ট্রেন চলাচল করতে পারবেন। এমনিতে ভারতীয় রেল রেল পরিষেবার উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করছে। শুধু তাই নয়, বিশেষ ট্রেন পরিষেবাও দেওয়া হয়। এদিকে যাত্রীদের আরও ভালো পরিষেবা দিতে কাজ করেই চলেছে ভারতীয় রেল। তবে আজকের এই প্রতিবেদনে ট্রেন নিয়ে নয়, এমন দুটি রেল স্টেশন নিয়ে আলোচনা করা যেটির একে অপরের দূরত্বের সীমা শুনলে আকাশ থেকে পড়বেন।

ভারতের দুটি অভিনব রেল স্টেশন

WhatsApp Community Join Now

আজ কথা হবে এমন দুটি রেল স্টেশন সম্পর্কে যেটির ওপর দিয়ে প্রতিদিন শয়ে শয়ে লোকাল ট্রেন, মালগাড়ি যাতায়াত করেন। এছাড়াও হাজার হাজার সাধারণ মানুষ এই স্টেশনের ওপর দিয়ে রোজ যাতায়াত করছেন। সবথেকে বড় কথা, এই দুটি স্টেশন আবার বাংলায় অবস্থিত। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন দুটি রেল স্টেশন সম্পর্কে আলোচনা করা হচ্ছে? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর

টালিগঞ্জ ও লেক গার্ডেন্স

সাধারণত, দুটি রেলওয়ে স্টেশনের মধ্যে দূরত্ব কমপক্ষে ২-৩ কিলোমিটার। পশ্চিমবঙ্গের এই দুটি রেল স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ২০০ মিটার। এত কম দূরত্বে কেন এই স্টেশন তৈরি করা হয়েছে জানেন? এই দুটি রেল স্টেশন স্বাভাবিক দূরত্বসীমার বাইরে। এই দুটি স্টেশনই কলকাতা শহরতলি রেলের অন্তর্গত। এই স্টেশন দুটির নাম টালিগঞ্জ ও লেক গার্ডেন্স। এই দুই স্টেশনের মধ্যে দূরত্ব খুবই কম।

আসলে টালিগঞ্জ স্টেশনে আগে মাত্র একটি রেলস্টেশন ছিল। কিন্তু এখন দুটি হয়েছে। এই ২ নম্বর প্ল্যাটফর্মটি তৈরী হওয়ার পর থেকে এই মুহূর্তে ভারতের প্রায় ৭৫০০টি রেল স্টেশনের মধ্যে সবথেকে কম দূরত্বের রেল স্টেশন হিসেবে উঠে এসেছে টালিগঞ্জ ও লেক গার্ডেন্স স্টেশন। জানলে অবাক হবেন, টালিগঞ্জ স্টেশনে নতুন দু’নম্বর প্লাটফর্মটির শেষের অংশ থেকে লেক গার্ডেন্স স্টেশনে প্লাটফর্ম শুরু হওয়ার মধ্যবর্তী অংশটির দূরত্ব মাত্র ১১৫ মিটার বা ৩৭৭ ফুট। এই দূরত্ব এতটাই কম যে একটু ট্রেনের লাস্ট বগিটি যদি টালিগঞ্জ স্টেশনের শেষের দিকে থাকে তবে সেই ট্রেনটির প্রথম বগিটি তখন লেক গার্ডেন্স স্টেশনের কাছে পৌঁছে যায়।

সঙ্গে থাকুন ➥
X