Blinkit-Zepto কে টক্কর, ১০ মিনিটে স্মার্টফোন ডেলিভার করবে Swiggy, পরিষেবা শুরু ১০ শহরে

Published on:

Swiggy

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন কেনার জন্য এবার থেকে আর দোকানে যেতে হবে না। এখন মাত্র 10 মিনিটের মধ্যেই আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে স্মার্টফোন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। Swiggy Instamart এবার তাদের নতুন পরিষেবা চালু করেছে, যেখানে মাত্র এক ট্যাপেই আপনার মোবাইল পৌঁছে যাবে আপনার বাড়ির দরজায়। Blinkit এবং Zepto-এর মত জনপ্রিয় Quick Commerce সংস্থাগুলির সঙ্গে এবার প্রতিযোগিতায় নামলো আর Swiggy Instamart।

কোন কোন শহরে মিলবে এই পরিষেবা?

Swiggy Instamart আপাতত প্রাথমিক পর্যায়ে 10টি বড় বড় শহরে এই পরিষেবা চালু করছে। তালিকায় রয়েছে কলকাতা, হায়দ্রাবাদ, গুরগাঁও, পুনে, ব্যাঙ্গালুরু, দিল্লী, মুম্বাই, চেন্নাই, ফরিদাবাদ এবং নয়ডা। খুব শীঘ্রই এই পরিষেবা দেশের অন্যান্য শহরগুলিতে চালু করা হবে বলে জানা যাচ্ছে। 

কীভাবে কাজ করবে 10 মিনিটে ডেলিভারি?

Swiggy Instamart-এর এক সূত্র মারফত জানা গিয়েছে, এখন আর ফোন কিনতে কোন দোকানে যেতে হবে না। মাত্র একটি ট্যাপেই iPhone 16e, Samsung M35, OnePlus Nord CE, Redmi 14C-এর জনপ্রিয় স্মার্টফোনগুলি অর্ডার করতে পারবেন। আর তাও মাত্র 10 মিনিটের মধ্যেই আপনার হাতে এসে পৌঁছাবে। এখনো পর্যন্ত Blinkit ও Zepto তাদের প্ল্যাটফর্মে স্মার্টফোন বিক্রি করতো। এবার তাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে Swiggy Instamart।

মিলবে বিশেষ ছাড় এবং ক্যাশব্যাক

জানা যাচ্ছে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে যদি ফোন অর্ডার করা হয় তাহলে 11,499/- টাকার বেশি মূল্যের ফোনে 5% পর্যন্ত ছাড় মিলবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। সর্বোচ্চ 4000/- টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে ফোন অর্ডার করলে। এছাড়া অ্যাপে বিশেষ ছাড় ও ক্যাশব্যাকের সুবিধাও মিলবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে ভারতীয় রেলে ৯৯৭০ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, জারি বিজ্ঞপ্তি

তাই স্মার্ট ফোন কিনতে আর হয়রানি হয়ে দোকানে দোকানে ঘোরার দরকার নেই। বাড়ির দরজায় মাত্র 10 মিনিটের মধ্যেই মিলবে এখন থেকে ফোন ডেলিভারি, যেখানে দ্রুত পরিষেবা এবং আকর্ষণীয় ডিসকাউন্টওর সুবিধাও মিলছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥