প্রিয়জন, বন্ধুবান্ধবকে এভাবে জানান মহালয়ার শুভেচ্ছা, রইল ৫০ বার্তা

Published on:

mahalaya 2025

সহেলি মিত্র, কলকাতাঃ আজ মহালয়া (Mahalaya 2025)। পিতৃপক্ষের অবসান হওয়ার সঙ্গে সঙ্গে দেবীপক্ষের সূচনা হয়ে গেল আজ থেকে। আজ সকলের মুখে একটাই কথা, শুভ মহালয়া (Subho Mahalaya Wishes )। কিন্তু এই মহালয়া কি সত্যিই শুভ নাকি অশুভ? এই নিয়ে বছরের পর বছর ধরে হয়ে আসছে দ্বন্দ্ব। এমনিতে মহালয়া হল পিতৃতর্পণের তিথি। পিতৃপক্ষের এই এক পক্ষকাল পিতৃপুরুষরা মর্ত্যলোকে চলে আসেন। তাই পিতৃপক্ষে পিতৃপুরুষের উদ্দেশ তর্পণ করে মানুষ। পিতৃপক্ষের শেষ দিনটিতে অর্থাৎ মহালয়ায় পিতৃপুরুষকে জলদান ও তিলদান করা হয়, যা পিতৃশ্রাদ্ধের সমতুল। শ্রাদ্ধের তিথি হল শোকের দিন। আবার মহালয়ায় পিতৃপক্ষের অবসানের পরে দেবীপক্ষের সূচনা হয়। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মহালয়া কি শুভ নাকি অশুভ? যাইহোক, আজকের এই দিনে আপনি আপনার প্রিয়জনকে নানাভাবে শুভেচ্ছা জানাতে পারেন।

মহালয়ার শুভেচ্ছা বার্তা ২০২৫

১) মহালয়ার এই শুভ ক্ষণে, মা দুর্গার আশীর্বাদ আপনার জীবনকে সুখে ভরে তুলুক।

২) আজকের এই বিশেষ দিনে শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠুক আপনার জীবন, এই কামনাই করি। শুভ মহালয়া ২০২৫।

৩) মা দুর্গা সকলের উন্নতি করুন, আপনাদের ঘর-বাড়ি ও আঙ্গিনা সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই আশাই রাখি।

৪) মা দুর্গার আশীর্বাদে আপনার প্রতিটি দিন শুভ ও সোনালী হোক। শুভ মহালয়া ২০২৫

৫) আপনাকে ও আপনার পরিবারকে শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা।

৬) শুভ মহালয়া। বড়দের প্রণাম, ছোট কচিকাচাদের অনেক ভালোবাসা।

৭) এই মহালয়ায় আপনার ঘরে শান্তি ও সুখ আসুক। মা দুর্গা আপনাকে শক্তি এবং সাহস দিন।

৮) শুভ মহালয়া! তোমার মুখে সবসময় হাসি থাকুক এই কামনাই করি।

৯) এই পবিত্র দিনে মা দুর্গা আপনার দুঃখ ও যন্ত্রণা দূর করুন।

১০) শুভ মহালয়া! জীবন নতুন আশা এবং নতুন সুযোগ বয়ে আনুক।

১১) এই দিনে তোমার মন পবিত্র ও উজ্জ্বল থাকুক। শুভ মহালয়া ২০২৫।

১২) মা দুর্গার আশীর্বাদে তোমার সকল কাজ সফল হোক।

১৩) শুভ মহালয়া! দেবী দুর্গার করুণা এবং আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক।

১৪) এই মহালয়ায় আপনার শক্তি, স্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করছি।

১৫) এই মহালয়া আপনার হৃদয়কে আনন্দে আলোকিত করুক। শুভ মহালয়া ২০২৫।

১৬) শুভ মহালয়া! আপনার ঘর ভালোবাসা এবং ইতিবাচকতায় ভরে উঠুক।

১৭) আপনাকে এবং আপনার পরিবারকে মহালয়ার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

১৮) মা দুর্গা আপনাকে জ্ঞান এবং শান্তি দান করুন। শুভ মহালয়া ২০২৫।

১৯) শুভ মহালয়া! ভালোবাসা এবং আলোর সাথে উদযাপন করুন আজকের দিনটি।

২০) এই শুভ দিনে আপনার জন্য রইল অফুরন্ত সুখের শুভেচ্ছা। শুভ মহালয়া।

২১) এই মহালয়ায়, মা দুর্গা আপনার সমস্ত উদ্বেগ, রাগ, দুঃখ দূর করুন এই কামনাই করি।

২২) আজকের এই বিশেষ দিনে মা দুর্গা আপনাকে সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করার শক্তি দিক।

২৩) দেবী দুর্গা আপনার জীবন থেকে অন্ধকার দূর করুন এবং মহালয়ার উজ্জ্বলতা এবং সুখ বয়ে আনুক আপনার জীবনে।

২৪) মা দুর্গার ঐশ্বরিক আশীর্বাদে আপনার ঘর সর্বদা উজ্জ্বল এবং মঙ্গলময় হোক। শুভ মহালয়া ২০২৫!

২৫) মহালয়ার এই শুভ উপলক্ষে মা দুর্গা আপনাকে শক্তি, সাহস এবং নতুন শক্তি দিয়ে আশীর্বাদ করুন।

২৬) মা দুর্গা সকলের উন্নতি করুন আজ মহালয়ার দিনে এই কামনাই করি।

২৭) জীবনে এগিয়ে চলার পথে মা দুর্গার আশীর্বাদ সর্বদা যেন আপনার ওপর থাকে এই আশাই রাখি।

২৮) মহালয়ার শুভ সকাল আপনাকে নতুন আশায় ভরিয়ে তুলুক।

২৯) আপনার আগামী দিন আরও যেন শুভ হয় আজ দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গে এই কামনাই করি।

৩০) দেবী দুর্গার আশীর্বাদ আপনার জীবনকে আলোকিত করুক এবং নতুন সুখ বয়ে আনুক। শুভ মহালয়া!

৩১) দেবী দুর্গা আপনার জীবন থেকে সমস্ত দুঃখ এবং সমস্যা দূর করুন। শুভ মহালয়া!

৩২) শুভ মহালয়া! আসুন আমরা দেবী দুর্গার আগমনকে আনন্দের সাথে স্বাগত জানাই।

৩৩) শুভ মহালয়া। আজকের এই বিশেষ দিনে ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনাই করি।

৩৪) মা দুর্গার আশীর্বাদ আপনার জীবনে নতুন সূচনা আনুক। শুভ মহালয়া!

৩৫) মহালয়ার শুভ উপলক্ষে দেবী দুর্গার আশীর্বাদ আপনার জীবনকে সম্পদ ও সমৃদ্ধিতে ভরে তুলুক। শুভ মহালয়া!

৩৬) দেবী দুর্গা আপনার জীবন থেকে সমস্ত ঝামেলা দূর করুন।

৩৭) মা দুর্গার আগমনের এই শুভ লগ্নে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা!

৩৮) মহালয়ার দিনটি আমাদের দেবী দুর্গার শক্তির কথা মনে করিয়ে দেয়। আপনাদের সকলকে শুভ মহালয়ার শুভেচ্ছা!

৩৯) মহালয়ার শুভ তিথিতে, ভালোবাসা ও ভক্তির সাথে দেবী দুর্গাকে স্বাগত জানাই। আপনাদের সকলকে মহালয়ার শুভেচ্ছা!

৪০) মহালয়া হল দেবী দুর্গার আগমনের দিন। আসুন আমরা আনন্দের সাথে এটি উদযাপন করি। আপনাদের সকলকে মহালয়ার শুভেচ্ছা!

৪১) শুভ মহালয়া। অবসান ঘটতে চলেছে দীর্ঘ ১ বছরের প্রতীক্ষার। মর্ত্যে আসছেন দেবী। মহালয়ার শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা।

৪২) অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জয়ের বিশ্বাস, আলো হয়ে আসুক এই মহালয়া।

৪৩) সুস্থতার আলোয় ফিরুক প্রতিটি জীবন। এই প্রার্থনায় সকলের দিন শুরু হোক। শুভ মহালয়া।

৪৪) মায়ের আশীর্বাদে পৃথিবী থেকে দূরীভূত হোক সকল দুঃখ-কষ্ঠ, ব্যথা-বেদনা, পাপ-অন্যায়। মহালয়ার পূণ্য পাবনে সকলকে জানাই শুভেচ্ছা।

৪৫) দেবী দুর্গা যেন সকলের জীবনে সুখ বয়ে আনুক, এই প্রার্থনাই করুন।

৪৬) শুভ মহালয়া। দেবী দুর্গার আশীর্বাদে আপনার মুখের হারিয়ে যাওয়া হাসি যেন আবার ফিরে আসে এই কামনাই করি।

৪৭) পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হল মাতৃপক্ষ। মা দুর্গা যেন তোমায় সমস্ত বিপদ থেকে দূরে রাখে। শুভ মহালয়া।

৪৮) ঢাকের কাঠি বলছে ডেকে মায়ের আগমন। শুভ মহালয়া।

৪৯)মহালয়া মানে দুর্গোৎসবের সূচনা। এই শুভ দিনে সকলকে জানান শুভেচ্ছা।

৫০) এই দুর্গাপুজো যেন সকেল জীবনে সুখ নিয়ে আসে সেই প্রার্থনাই করুন। শুভ মহালয়া ২০২৫।

৫১) শুরু হয়ে যাচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পুজোর আগামী দিনগুলি আপনার এবং আপনার পরিবারের ভালো কাটুক। শুভ মহালয়া।

৫২) উৎসবের এই দিনগুলিতে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই শারদোৎসবের শুভেচ্ছা।

৫৩) দেবী দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে জীবন থেকে অন্ধকার, বিপদ, অশুভ শক্তি দূর হোক।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥