ভারতীয় রেলের কর্মী থেকে ইলন মাস্কের SpaceX-এ ইঞ্জিনিয়ার, স্বপ্নের উড়ান সঞ্জীবের

Published on:

sanjeev sharma spacex

শ্বেতা মিত্র, কলকাতাঃ বিদেশে গিয়ে একটা ভালো ও মোটা অংকের চাকরি পাওয়ার স্বপ্ন কোন ভারতীয়র না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? কিন্তু কয়জনই বা আছেন যারা নিজের স্বপ্নপূরণ করতে সক্ষম হন। তবে আজ এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা হবে যিনি কিনা প্রাক্তন রেল কর্মী, কিন্তু এখন চাকরি করছেন ইলন মাস্কের কোম্পানিতে। তিনি প্রমাণ করে দিয়েছেন ভারতীয় হয়েও বিদেশের বড় কোম্পানিতে চাকরি করার স্বপ্ন পূরণ করা যায়। আজ কথা হচ্ছে সঞ্জীব শর্মাকে নিয়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সম্প্রতি ইলন মাস্কের কোম্পানি দারুণ কাজ করেছে। মাস্কের প্রতিষ্ঠান SpaceX রকেট মহাকাশে গিয়ে ফিরে এসেছে। মহাকাশ উৎক্ষেপণের জগতে এটি একটি বড় সাফল্য তা বলাই বহলে। কিন্তু এই মিশন কিন্তু একজন ভারতীয়রও বিরাট কৃতিত্ব রয়েছে। সেই ভারতীয়ের নাম সঞ্জীব শর্মা, যিনি ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার।

কে এই সঞ্জীব শর্মা? Who Is Sanjiv Sharma?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে সঞ্জীব শর্মা কে? তাহলে জানিয়ে রাখি, সঞ্জীব শর্মা একসময় ভারতীয় রেলে কাজ করতেন। একজন রেল কর্তা থেকে SpaceX -এ সঞ্জীব শর্মার যাত্রা শুধু বিস্ময়করই নয়, অনুপ্রেরণাদায়কও। আইআইটি রুরকিতে পড়াশোনার জন্য এসেছিলেন সঞ্জীব শর্মা। তবে লিঙ্কডইন পোস্ট অনুযায়ী, আট মাস পর আইআইটি ছেড়ে রেলের এসসিআর অ্যাকাডেমিতে যোগ দিতে হয় তাঁকে। এরপর যোগ দেন ভারতীয় রেলে। এখানে সঞ্জীব শর্মা ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। সঞ্জীব শর্মা পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যান এবং পদোন্নতি পাওয়ার পরে তিনি ডেপুটি চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে পৌঁছান। দীর্ঘ ১১ বছর রেলে কাজ করেছেন সঞ্জীব শর্মা। কিন্তু এরপরই তার কেরিয়ারে একটি বড় মোড় আসে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

SpaceX -এ স্বপ্নের উড়ান সঞ্জীবের

দীর্ঘ ১১ বছর রেলে চাকরি করার পর তিনি সেটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। রেলের চাকরি ছেড়ে দিলেন সঞ্জীব  আবার পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। এরপর ধীরে ধীরে নিজের স্বপ্নকে সত্যি করার কাজ শুরু করেন। সঞ্জীব কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০০২ সালের সঞ্জীব যে কোর্সে ভর্তি হয়েছিলেন তা ছিল এমএস প্রোগ্রাম। কোর্সটি সম্পন্ন হয় এবং ২০০৩ সালে তিনি সেগেট টেকনোলজি নামের কোম্পানিতে কাজ শুরু করেন। তবে পড়াশোনা বন্ধ করেননি তিনি। ২০০৮ সালে, সঞ্জীব মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে যান এবং এমএস ম্যানেজমেন্ট অফ টেকনোলজি ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুনঃ চারচাকা গাড়ির জন্য লাগবে না এক টাকাও টোল! বড় ঘোষণা রাজ্য সরকারের

এরপর আসে ২০১৩ সাল অর্থাৎ স্বপ্নপূরণের বছর। চলতি বছরই ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সে ডায়নামিক ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন সঞ্জীব। সঞ্জীব স্ট্রাকচারাল ডায়নামিক্স, ফ্যালকন ৯ রকেট বুস্টার, ড্রোন ডেলিভারি সিস্টেম এবং স্টারশিপ ডায়নামিক্সের মতো প্রোগ্রামের সঙ্গে জড়িত। এখন তিনি মোটা অংকের একটি মাইনের চাকরি করেন ইলন মাস্কের কোম্পানিতে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group