শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনার, আমার সকলেরই আছে। আর এই ভবিষ্যতের কথা ভেবেই মানুষ একটা ভালো উপার্জনের পথ খোঁজে। ভাগ্য ভালো থাকলে কেউ কেউ লক্ষাধিক টাকা উপার্জন করেন তো আবার কেউ কেউ আছেন যারা মাস গেলে কয়েক হাজার টাকা আয় করেন। তবে আপনি কি জানেন যে ভারতে বহু শতাংশ মানুষ এমন রয়েছেন যারা ভাবেন তাঁদের সেভিংস ভবিষ্যৎ সুরক্ষার জন্য মোটেও যথেষ্ট নয়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অনেকেই আছেন যারা লক্ষ লক্ষ টাকা বেতনের চাকরি তো করেন কিন্তু অনেকেই মাস শেষ হওয়ার আগেই সমস্ত টাকা খরচ করে ফেলেন। আর এর জেরে যে প্রশ্নের মুখে ভবিষ্যৎ তা আর বলার অপেক্ষা রাখে না।
সমীক্ষায় চাঞ্চল্য
সম্প্রতি বহু ভারতীয়র মধ্যে একটি সমীক্ষা চালানো হয়েছিল। আর সেই সমীক্ষায় উঠে এসেছে পিলে চমকে দেওয়ার মতো তথ্য। YouGov ও এডলোয়েসেস লাইফের যৌথ সমীক্ষায় সামনে এসেছে যে ৫০ শতাংশ মানুষের উপর বাবা-মা, স্ত্রী ও সন্তানের দায়িত্ব থাকায় তাঁদের হাতে সঞ্চয়ের জন্য একটা টাকাও থাকে না। বিশেষ সমীক্ষাটি চালানো হয় ৩৫ থেকে ৫৪ বছর বয়সী ব্যক্তিদের উপর।
এই গবেষণায় দেখা গেছে যে ৬০ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে তাদের সঞ্চয় তাদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য অপর্যাপ্ত। YouGov সমীক্ষা অনুসারে, উত্তরদাতারা প্রকাশ করেছেন যে তারা যতই সঞ্চয় বা বিনিয়োগ করুক না কেন, তারা মনে করেন যে ভবিষ্যতের জন্য তা কখনই যথেষ্ট নয়।
ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ৫০% মানুষ!
সমীক্ষায় আরও বলা হয়, ৩৫ থেকে ৫৪ বছর বয়সী ৫০ শতাংশেরও বেশি মানুষ, যারা তাদের বৃদ্ধ বাবা-মা এবং বেড়ে ওঠা সন্তান উভয়ের জন্য আর্থিকভাবে দায়বদ্ধ, তারা দ্রুত টাকা ফুরিয়ে যাওয়ার বিষয়ে উদ্বিগ্ন। তাদের প্রচেষ্টা সত্ত্বেও, তারা প্রায়শই মনে করে যে তারা পিছিয়ে পড়ছে এবং যথেষ্ট ভাল করছে না। তারা ঋণের উপর ঝুঁকে পড়ছেন এবং সঞ্চয়ের পাশাপাশি আয়ও শেষ করে দিচ্ছে বলে মনে হয়।
আরও পড়ুনঃ স্নাতক ডিগ্রিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি, ৬৫০ শূন্যপদে নিয়োগ করছে IDBI ব্যাঙ্ক
ইউগভ এবং এডেলউইস লাইফ ইন্স্যুরেন্সের গবেষণায় বলা হয়েছে, ৬৪ শতাংশ ঋণ, ৪৯ শতাংশ সঞ্চয় এবং ৪৭ শতাংশ নিয়মিত ভবিষ্যতের আয়ের মাধ্যমে তাদের ছোটখাটো আকাঙ্ক্ষা পূরণ করে। গবেষণায় আরও দেখা গেছে যে অনেক উত্তরদাতা স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরণের ঋণের উপর নির্ভর করেছেন, সেইসাথে ছুটি কাটানো এবং বাড়ির সংস্কারের মতো ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্যও। অতিরিক্তভাবে, ৭৯ শতাংশ ব্যক্তি তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য অর্থায়ন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ তারা আর্থিক উপকরণ থেকে প্রাপ্ত রিটার্ন বা লাভের উপর নির্ভর করার আশা করেন, যা ভবিষ্যতের জন্য তাদের আর্থিক নিরাপত্তাকে কিছুটা অনিশ্চিত করে তোলে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |