চিন বা জাপানে নয়, ভারতেই রয়েছে বিশ্বের সবথেকে লম্বা প্ল্যাটফর্ম! কোন স্টেশন জানেন?

Published on:

Longest Platform

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ভারতীয় রেলের উপর নির্ভর করে নিজের গন্তব্যে পৌঁছন। আর এই রেল নেটওয়ার্ক দেশের শহর থেকে শুরু করে মফস্বল, এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, এক স্থান থেকে অন্য স্থানকে সংযুক্ত করেছে একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর এই বিরাট বড় রেল নেটওয়ার্কে প্রতিদিন ঘটে চলেছে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ। তবে আবার এমন কিছু ঘটনা রয়েছে, যেগুলি গিনিস বুকেও নাম লিখিয়ে রেকর্ড করে ফেলেছে, যা সারা বিশ্বের কাছেও গর্বের বিষয়। কারণ, বিশ্বের সবথেকে লম্বা রেল প্ল্যাটফর্ম (Longest Platform) এখন ভারতেই!

চিন বা জাপান নয়, ভারতই সেরা

আসলে দীর্ঘদিন ধরে বিশ্বের সবথেকে উন্নত রেল ব্যবস্থার নজির হিসেবে চিন এবং জাপানের নাম উঠে আসত। তবে এবার সেই ছবি বদলেছে। কারণ এই তালিকায় নতুন সংযোজন ভারত। হ্যাঁ, ভারতের হাব্বালি রেল স্টেশনে রয়েছে বিশ্বের সবথেকে লম্বা প্ল্যাটফর্ম, যার দৈর্ঘ্য প্রায় 1507 কিলোমিটার বা 1.5 কিলোমিটার, যা কিনা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন তৈরি হল এই বিরাট প্ল্যাটফর্ম?

আসলে এই দীর্ঘ প্ল্যাটফর্ম নির্মাণের পেছনে রয়েছে বিশেষ কিছু পরিকল্পনা। হাব্বালি স্টেশনে সম্প্রতি বড়সড় রিমডেলিং প্রজেক্ট নেওয়া হয়েছিল। রেল স্টেশন পুনর্গঠন, যাত্রীদের সুবিধা এবং ট্রেন অপারেশনের নিরাপত্তা বাড়ানোর ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আর তাঁর মধ্যেই নির্মিত হয়েছে বিশ্বের সবথেকে দীর্ঘ রেল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে একসঙ্গে আরো বেশি পরিমাণে ট্রেন সামলানো যাবে, আর যাত্রীরাও সুবিধা পাবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী দপ্তরের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই প্লাটফর্ম নির্মাণে খরচ হয়েছে প্রায় 20 কোটি টাকা। আর 2023 সালের 12 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই উপস্থিত থেকে কর্নাটকের হাব্বালি অঞ্চলের এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন, যার মধ্যে এই রেকর্ড ব্রেকিং প্ল্যাটফর্মটিও ছিল।

আরও পড়ুনঃ দেশে খুলবে নতুন ব্যাঙ্ক! লাইসেন্স দেবে RBI, জানিয়ে দিল কেন্দ্র

উঠেছে গিনিস বুকেও নাম

তবে এই রেকর্ড শুধুমাত্র দেশের জন্য গর্ব নয়। বরং গিনিস বুকের পাতায়ও স্থান পেয়েছে হাব্বালির এই দীর্ঘ প্ল্যাটফর্ম। ফলে ভারতীয় রেল এখন শুধু আর যাত্রী পরিবহনের জন্য নয়, বরং পরিকাঠামোগত দিক থেকেও বিশ্বে নজির সৃষ্টি করছে দিনের পর দিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group