ভারতের ব্যস্ততম ৭ রেল স্টেশন, তালিকায় বাংলার একটি, দেখুন লিস্ট

Published on:

busiest railway station in india

শ্বেতা মিত্রঃ ভারতীয় রেলকে দেশের লাইফ লাইন বলা হয়ে থাকে। সাধেই কিন্তু এই কথা বলা হয়ে থাকে না, প্রতিদিন হাজার হাজার ট্রেন লক্ষ লক্ষ মানুষকে যে যার গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করছে। এক কথায় সাধারণ মানুষের জীবনের সঙ্গে রীতিমতো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ভারতের রেল পরিষেবা। বর্তমান সময় অনেকেই আছেন যারা বাস বা বিমান ছেড়ে ট্রেনে উঠতে পছন্দ করে থাকেন কারণ ট্রেনে ভ্রমণ করা একদিকে যেমন সস্তার তেমনি আরামদায়ক। শুয়ে বসে মানুষ অনায়াসে যে যার গন্তব্যে পৌঁছে যেতে পারছেন প্রতিদিন। তবে আজকের এই প্রতিবেদনে দেশের এমন সাতটি রেল স্টেশন নিয়ে আলোচনা করা হবে যেগুলি সব সময় লোকসমাগমে ভর্তি থাকে এবং সবথেকে ব্যস্ততম রেলস্টেশনের তকমাও ছিনিয়ে নিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতের ৭টি ব্যস্ততম রেল স্টেশন

ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। আপনিও নিশ্চয়ই কোনও না কোনও সময়ে ট্রেনে যাতায়াত করেছেন। আপনিও কি জানতে ইচ্ছুকদের দেশের সেই সাতটি রেজিস্ট্রেশন কোনগুলি? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

হাওড়া স্টেশন

হাওড়া স্টেশন… ভারতের সবথেকে ব্যস্ততম রেল স্টেশনের তকমা ছিনিয়ে নিয়েছে। ১৮৫০ সালে নির্মিত এই রেল স্টেশনের উপর দিয়ে বর্তমানে লক্ষ লক্ষ সাধারণ মানুষ যাতায়াত করেন। সেই সঙ্গে হাজার হাজার ট্রেন এই স্টেশনের উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে। যেকোনো রাজ্য থেকে বাংলায় ঢোকার ক্ষেত্রে বা বাংলা থেকে যে কোন রাজ্যে যাওয়ার ক্ষেত্রে এই হাওড়া স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই রেল স্টেশনে মোট ২৩ টি প্ল্যাটফর্ম রয়েছে। এক রিপোর্ট অনুযায়ী, প্রতিদিন ১০ লক্ষ সাধারণ মানুষের রেল স্টেশনের উপর দিয়ে যাতায়াত করেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নয়া দিল্লি রেল স্টেশন

হাওড়ার পরেই দেশের যে ব্যস্ততম রেল স্টেশনের না উঠে আসে সেটি হল নয়া দিল্লি রেলস্টেশন। এটি ভারতের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন। এই রেলওয়ে স্টেশনে মোট প্ল্যাটফর্মের সংখ্যা ১৬ টি এবং মোট ১৮ টি ট্র্যাক রয়েছে। ভারতের এই রেলওয়ে স্টেশনটি ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি।

ছত্রপতি শিবাজি টার্মিনাস

ভারতের তৃতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন হল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস। সম্প্রতি রেলস্টেশন টি UNESCO World Heritage -এর তকমা পেয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই স্টেশনটি ভারতের প্রাচীনতম রেলওয়ে স্টেশন, যা সকলে আগে বোরিবন্দর রেলওয়ে স্টেশন নামে জানতাম। এখানে মোট প্ল্যাটফর্মের সংখ্যা ১৮টি। বলিউডের বহু সিনেমায় এই রেল স্টেশন আপনারা নিশ্চয়ই প্রায়ই দেখে থাকবেন।

কানপুর সেন্ট্রাল

এবার আসা যাক কানপুর সেন্ট্রাল স্টেশন প্রসঙ্গে। গোটা বিশ্বে এই স্টেশনটিকে নিয়ে আলোচনা হয়। স্টেশনটি ব্যাপক ট্রেন পরিষেবা এবং বিশ্বের বৃহত্তম ইন্টারলকিং রেল রুট সিস্টেমের জন্য পরিচিত।

চেন্নাই রেলওয়ে স্টেশন

চেন্নাই রেলওয়ে স্টেশন ভারতের পঞ্চম বৃহত্তম রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনে মোট ১৭টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনটি চেন্নাইকে নতুন দিল্লি, মুম্বাই এবং কলকাতার সঙ্গে সংযুক্ত করে।

বিজয়ওয়াড়া রেল স্টেশন, অন্ধ্রপ্রদেশ

দেশের অন্যতম বড় রেল স্টেশন হলো অন্ধ্রপ্রদেশের বিখ্যাত বিজয়ওয়াড়া রেলস্টেশন। এই রেল স্টেশনটি থেকে দেশের বিভিন্ন অংশের ট্রেন ছাড়ে। এটি একটি মূল জংশন যা ভারত জুড়ে প্রধান শহরগুলিকে সংযুক্ত করে। অসংখ্য মালবাহী ও যাত্রীবাহী ট্রেন পরিচালনা হয় এই বিজয়ওয়াড়া রেল স্টেশন দিয়ে।

পাটনা জংশন

দেশের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হল পাটনা জংশন। কলকাতা এবং দিল্লির উদ্দেশ্যে অসংখ্য ট্রেন পরিচালিত হয়। সব সময় লোকসমাগমে থিক থিক করে এই রেল স্টেশনটি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group