দুর্গাপুর থেকে সাইকেল করে কেদারনাথ যাত্রা! জীবন বাদ্যকরের কীর্তিতে অবাক বাংলা

Published on:

jiban badyakar kedarnath yatra

সহেলি মিত্র, কলকাতা: মনে অদম্য ইচ্ছা থাকলে কত কিছুই না করা যায়, তা বারেবারে প্রমাণ মিলেছে। এবার তেমনই এক অসাধ্য সাধন করতে চলেছেন এক ব্যক্তি। যিনি কিনা সাইকেলে করে বাংলা থেকে কেদারনাথ ধাম পাড়ি দেবেন বলে মনস্থির করেছেন। আর যেমন ভাবা তেমন কাজ। ইতিমধ্যেই তিনি সাইকেল নিয়ে বেরিয়েও পড়েছেন। তিনি তার কাজে সাফল্য পাবেন কিনা জানা নেই, কিন্তু তার উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানাচ্ছেন সকলে। আজ কথা হচ্ছে জীবন বাদ্যকরকে নিয়ে। যিনি কিনা সাইকেলে করে কেদারনাথ ধামে যাবেন বলে ঠিক করেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সাইকেলে করে কেদারনাথ ধাম যাচ্ছেন জীবন বাদ্যকর

জানা গিয়েছে, এই জীবন বাদ্যকর বাবা চন্দ্রচূড় আশ্রম থেকে কেদারনাথ ধাম যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েও পড়েছেন। পশ্চিম বর্ধমান জেলার কোচডিহি গ্রামের বাসিন্দা তিনি। গত ১০ জুলাই তিনি কেদারনাথ ধামের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

আরও পড়ুনঃ বন্ধ হবে চাল চুরি, কালোবাজারি! ২৫ লক্ষ মানুষকে স্মার্ট রেশন কার্ড দেবে সরকার

কোচডিহি গ্রামের বাসিন্দা পেশায় রং মিস্ত্রি জীবন বাদ্যকর গুরু পূর্ণিমার দিন প্রায় ২০০০ মাইল সাইকেল নিয়ে কেদারনাথের উদ্যেশ্যে তীর্থযাত্রা শুরু করলেন। সামাজিক মাধ্যমে এই খবর ভাইরাল হতেই হৈচৈ পড়ে গিয়েছে। সকলে তাঁর যাত্রা যাতে সফল হয় সেই প্রার্থনাই করেছেন। বছর ৪৮-র জীবনবাবু এর আগে বাসে, ট্রেনে করে বেশ কিছু তীর্থযাত্রা করেছেন। তবে সাইকেলে করে কেদারনাথ যাওয়া এই প্রথম।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাকি জীবন তীর্থ করেই কাটানোর ইচ্ছা ব্যক্তির

জানা যায়, একসময়ে জীবনে অনেক কষ্ট করতে হয়েছে তাঁকে। সংসার চালাতে গিয়ে হিমশিম অবধি খেতে হয়েছে। মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার শেষ ছিল না। কিন্তু এখন তাঁরা সকলেই নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছে বলে দাবি জীবনবাবুর। তাই তিনি এখন অনেকটাই চিন্তামুক্ত। এখন তাঁর হাতে কাজ নেই, সেজন্য তিনি এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘বাকি জীবন তীর্থ করে কাটাবো।’ এতটা রাস্তা তিনি চিনে যাবেন কীভাবে? কোন রাস্তাই ধরবেন? এই বিষয়ে জীবন বাদ্যকরের সাফ কথা, ‘এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি অজানা পথে।’ মানুষজনকে জিজ্ঞাসা করে একদিন ঠিক পৌঁছে যাবেন বলে বিশ্বাস জীবন বাদ্যকরের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group