বিক্রম ব্যানার্জী, কলকাতা: তলপি তলপা গুটিয়ে বহু আগেই উধাও হয়েছে শীত। মাঝে বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া কাটিয়ে এখন পুরো ফর্মে গ্রীষ্মকাল। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রখর দাবদাহ। তীব্র দহন জ্বালায় এখন থেকেই ঠান্ডার খোঁজে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা শুরু করেছেন অনেকেই।
গরমের হাত থেকে বাঁচতে কিছুদিনের জন্য হিমশীতল পরিবেশে সময় কাটিয়ে আসতে খোঁজ শুরু হয়েছে আরামদায়ক পাহাড়ি টুরিস্ট স্পট গুলির। আর সেই খোঁজে শামিল হতেই, ভ্রমণপিপাসুদের সুবিদার্থে আজকের প্রতিবেদনে রইল 4টি সেরা আরামদায়ক জায়গার খোঁজ (Offbeat Summer Destinations)।
ঘুরে আসুন ভারতের সুইজারল্যান্ড থেকে
হিমাচল প্রদেশে অবস্থিত খাজ্জর গরমকালে পর্যটকদের অন্যতম সেরা আকর্ষণের জায়গা হয়ে ওঠে। খাজ্জরের শান্ত ও শীতল পরিবেশের জন্য একে ভারতের সুইজারল্যান্ড বলা হয়। মূলত ডালহৌসির কাছে অবস্থিত একটি শান্ত ও সুন্দর গ্রাম হল খাজ্জর। গরমের দাবদাহ থেকে বাঁচতে পরিবারের সাথে আগামী কয়েকদিনের গন্তব্য হতেই পারে হিমাচল প্রদেশের এই টুরিস্ট স্পটটি।
বলে রাখি, জায়গাটি শুধুমাত্র গ্রীষ্মকালেই নয়, বরং সারা বছরই প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ থাকে। ট্রেকিং থেকে শুরু করে ঘোড়ার পিঠে চড়ে গ্রাম ভ্রমণ ও প্যারাগ্লাইডিং সব কিছুরই ব্যবস্থা রয়েছে হিমাচলের এই গ্রামে।
লাক্ষাদ্বীপের কদমত দীপ
গ্রীষ্মের প্রখর দহনজ্বালা থেকে আগামী কিছুদিনের জন্য রক্ষা পেতে পরিবারকে নিয়ে লাক্ষাদ্বীপের অন্যতম শান্ত, স্নিগ্ধ ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ কদমত দীপ থেকে ঘুরে আসতে পারেন। মূলত গভীর নীল সমুদ্রের জন্যই এই দ্বীপটি পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। সাগরের হিমশীতল হাওয়া ও বালির তীরে জীবনযাপনের অভিজ্ঞতা অর্জনের জন্য এই জায়গাটি থেকে ঘুরে আসতে পারেন।
যেতে পারেন কুন্নুর
আপনি যদি শান্তিতে নিরিবিলি পরিবার ও প্রিয়জনের সাথে গরমের ছুটি কাটাতে চান সে ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনার অন্যতম গন্তব্য হতে পারে তামিলনাড়ুর কুন্নুর। অঞ্চলটির শান্তিপূর্ণ পরিবেশ গরমের মধ্যেও আপনাকে চনমনে করে তুলবে। কুন্নুর এমন একটি জায়গা যেখানে ভ্রমণকালে বহু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান দৃশ্যত অনুভব করতে পারবেন। এখানকার মূল আকর্ষণ নীলগিরি পাহাড়।
অবশ্যই পড়ুন: পরিণতি পেল ত্রিকোণ প্রেম! একই মন্ডপে দুই তরুণীকে বিয়ে করে বিরল নজির যুবকের
মেঘালয়ের চেরাপুঞ্জি
গরমের ছুটিতে কর্মক্ষেত্র থেকে বেরিয়ে তীব্র দাবদাহের জীবন ছেড়ে ঘুরে আসতে পারেন উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে। জায়গাটি মূলত পাহাড়, ঘন জঙ্গল ও জলপ্রপাত দ্বারা বেষ্টিত। চেরাপুঞ্জির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই পাহাড়ি অঞ্চল থেকে ঘুরে আসার পর আপনার মন বারংবার অতীতে ফিরতে চাইবে। বলে রাখি, চেরাপুঞ্জির অন্যতম আকর্ষণীয় স্থান, লিভিং রুট ব্রিজ। তাই দহনজ্বালা থেকে বাঁচতে এবারের গরমের ছুটিটা না হয় চেরাপুঞ্জিতেই কাটিয়ে আসুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |